শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২২, ০০:০০

মুক্তিযুদ্ধের সময় সাংবাদিকরাই লিখনির মাধ্যমে জনমত গড়ে তুলেছিলেন
স্টাফ রিপোর্টার ॥

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত চাঁদপুরের বিভিন্ন পত্রিকার সহ-সম্পাদকদের নিয়ে ২ দিনব্যাপী সংবাদ সম্পাদনা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বুধবার থেকে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণ শুরু হয়। গতকাল বৃহস্পতিবার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী। সভাপ্রধান ছিলেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ।

প্রধান অতিথি আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী বলেন, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। যতবেশি প্রশিক্ষণ ততবেশি জ্ঞান অর্জন। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আপনারা আরও অনেক কিছু জানতে পেরেছেন বলে আমি মনে করি। তাই ভবিষ্যতে আপনাদের লেখনি আরো পাঠকপ্রিয় হবে বলে আমি বিশ্বাস করি।

তিনি বলেন, অনেক সময় দেখা যায় ব্যক্তিগতভাবে ঘায়েল করতে সংবাদ মাধ্যমকে অনেকে ব্যবহার করে থাকেন। যা প্রকৃত সাংবাদিকতা নয়। যারা প্রকৃত সাংবাদিক তারা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করেন। তাই আমি আশা করবো চাঁদপুরের যারা কর্মরত সাংবাদিক রয়েছেন তারা অতীতের সুনাম অক্ষুণ্ন রেখে সমাজের অসংগতিগুলো সংবাদপত্রে তুলে ধরে দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন। কারণ সমাজের অসংগতিগুলো মানুষের সামনে তুলে ধরা হলেই তার সমাধান বের হয়ে আসে। তিনি আরো বলেন, সরকারের শুধুমাত্র সমালোচনা করাই সাংবাদিকদের কাজ নয়, পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো জাতি ও তরুণ প্রজন্মের সামনে তুলে ধরাও তাদের দায়িত্ব। তিনি বলেন, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সময় এই সাংবাদিকগণই তাঁদের লিখনির মাধ্যমে স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তুলেছিলেন।

সভাপ্রধানের বক্তব্যে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, চাঁদপুরের সাংবাদিকদের দেশব্যাপী সুনাম রয়েছে। তারা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের চেষ্টা করে। তবে একটি সংবাদ পাঠকদের কাছে কীভাবে এবং কতটা সুন্দরভাবে উপস্থাপন করা যায় তার জন্যই আজকের এই প্রশিক্ষণের আয়োজন। একটি প্রতিবেদনে অনেকগুলো বিষয় থাকে। যা একজন রিপোর্টার অনেক সময় পুরোপুরি হয়তো তুলে ধরতে পারেন না। সেক্ষেত্রে যারা সম্পাদনার দায়িত্বে থাকেন তাদের দায়িত্ব বেড়ে যায়। মাঠ পর্যায়ে থেকে প্রাপ্ত তথ্যকে সুপাঠ্য প্রতিবেদন তৈরিতে দক্ষ করে তুলতেই যারা পত্রিকার সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন তাদের নিয়েই এই প্রশিক্ষণ। তবে ভবিষ্যতে মাঠ পর্যায়ের সাংবাদিকদের নিয়েও এ ধরনের প্রশিক্ষণের চিন্তা করছি বলে জানান তিনি।

এর আগে গত বুধবার সকাল থেকে এই প্রশিক্ষণ শুরু হয়। প্রথমদিন প্রশিক্ষক ছিলেন দৈনিক প্রথম আলোর ডেপুটি নিউজ এডিটর কাজী আলিমণ্ডউজ-জামান ও পিআইবির প্রশিক্ষক মোঃ শাহ আলম। দ্বিতীয়দিন সংবাদ অনুবাদের ধারণা/সংবাদ অনুবাদের কলাকৌশল, সংবাদের ট্রিটমেন্ট ও পৃষ্ঠাসজ্জা, গণমাধ্যমে শব্দ ও ভাষার ব্যবহার, সম্পাদনায় জেন্ডার সংবেদনশীলতা বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হক।

প্রশিক্ষণের সমন্বয়ক পিআইবি’র কর্মকর্তা মোঃ শাহ আলমের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পিআইবির উপ-পরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা ও সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহ। দুই দিনব্যাপী আয়োজিত সংবাদ সম্পাদনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় চাঁদপুরের সকল পত্রিকার সম্পাদক ও সহ-সম্পাদকগণ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়