শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২২, ০০:০০

দলের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না
মোহাম্মদ মহিউদ্দিন ॥

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, রাজনীতিতে গণতন্ত্র চর্চা করা ভালো। গণতন্ত্র চর্চার নামে রাজনীতিতে কালো টাকার অনুপ্রবেশ ঘটলে কোনো আদর্শিক দল রাজনীতিতে টিকে থাকতে পারবে না। যারা বঙ্গবন্ধু ও তাঁর কন্যা শেখ হাসিনাকে ভালোবাসেন তারাই আওয়ামী লীগ করার অধিকার রাখেন। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। কেবল দলের ভোটকে পুঁজি করে নির্বাচনে বৈতরণী পার হওয়া যাবে না। দলের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। আসুন, আমরা সকলে মিলে দলটাকে ঐক্যবদ্ধ রাখি। তিনি বৃহস্পতিবার হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি বলেন, বিএনপি-জামাত সমাবেশ করতে চায়। তারা আইন মেনে শান্তিপূর্ণভাবে সমাবেশ করলে আওয়ামী লীগের আপত্তি বা কোনো বাধা নেই। এটা স্পষ্ট তাদের অফিসে গোলাবারুদ পাওয়া গেছে। তারা ফৌজদারী অপরাধ করেছে। আইনশৃঙ্খলা বাহিনী সে ফৌজদারী অপরাধের আইনগত ব্যবস্থা নিবে। বিএনপি সমাবেশের নামে দেশে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করতে চায়। বিএনপি-জামাত যেনো কোনো ধরনের নাশকতা করতে না পারে সেজন্যে ঢাকা শহরের আওয়ামী লীগ নেতা-কর্মীরা সজাগ রয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয়। প্রতিহিংসা মানুষকে ধ্বংস করে দেয়। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ সরকারের কাছেই নিরাপদ। যারা বাংলাদেশেকে আফগানিস্তান কিংবা সিরিয়ার মতো বানাতো চায় তাদের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী লীগ বানের জলে ভেসে আসা সংগঠন নয়। শেখ হাসিনার নেতৃত্বে আপনাদেরকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করা হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি বলেছেন, বিএনপি এ দেশে ধ্বংস, সন্ত্রাস ও অগ্নিসংযোগ ছাড়া আর কিছুই দিতে পারেনি। আজ বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের যে জোয়ার এসেছে সেই উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্যে বিএনপি-জামাত ষড়যন্ত্র করেই চলছে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা যদি ঐক্যবদ্ধ থাকে তা হলে আমরা এসব ষড়যন্ত্র মোকাবেলা করে আবারো জয় ছিনিয়ে আনবো এবং জননেত্রী শেখ হাসিনাকে আবারো দেশের প্রধানমন্ত্রী বানাবো আপনাদেরকে সাথে নিয়ে।

কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আইয়ুব আলী পাটওয়ারীর সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগের পরিচালনায় সম্মেলন উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, কেন্দ্রীয় সদস্য গোলাম রাব্বানী চিনু, সাবেক সচিব ও এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ আব্দুল মোতালেব ও উপদেষ্টা আব্দুর রশিদ সর্দার, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএম আতিকুর রহমান প্রমুখ।

বিকেল ৩টায় দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ ঐক্যমতের ভিত্তিতে সমঝোতায় পৌঁছতে না পারায় পরবর্তী সময়ে কেন্দ্রের নির্দেশ মোতাবেক কমিটি ঘোষণা করা হবে বলে দ্বিতীয় অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়