প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুরের কৃতী সন্তান, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির জন্মদিন ছিলো গতকাল ৮ ডিসেম্বর। এদিন আবার চাঁদপুর মুক্ত দিবসও। মুক্ত দিবস উপলক্ষে চাঁদপুরের সার্বজনীন মুক্তিযুদ্ধের বিজয়মেলা কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানেই মেলা উদযাপন কমিটির উদ্যোগে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির জন্মদিন উদযাপন করা হয়। মঞ্চে কেক কেটে শিক্ষামন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নেতা মুহম্মদ শফিকুর রহমান শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির জন্মদিনের কেক কাটেন। এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ ইসমাইল হোসেন এনডিসি, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদসহ অন্যান্য অতিথি। সাংবাদিক শফিকুর রহমান সকল অতিথিকে কেক খাইয়ে দেন।