শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২২, ০০:০০

দেশ ও জনগণের স্বার্থে আবারো বীরত্ব দেখাতে হবে
গোলাম মোস্তফা ॥

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, ১৯৭১ সালে আমরা স্বাধীনতা লাভ করার পর স্বাধীন দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিষয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা আসে। কিন্তু স্বাধীন দেশের জনগণের স্বার্থে কাজ শুরুর পূর্বেই দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তকারীরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশকে পাকিস্তানি রাষ্ট্র কায়েম করতে চেয়েছিলো। তাদের সে ইচ্ছা পূরণ হয়নি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের উন্নত দেশগুলোকে অতিক্রম করে উন্নয়নের পথে এগিয়ে চলছে। বিশ্বের মধ্যে দ্বিতীয় সৎ প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। তিনি গতকাল ৮ ডিসেম্বর চাঁদপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বিজয়মেলা মঞ্চে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

চাঁদপুর মুক্ত দিবস প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭১ সালের ৮ ডিসেম্বর আমার বন্ধুবর যুদ্ধকালীন বিএলএফ কমান্ডার রবিউল আউয়াল কিরণ তৎকালীন থানার সামনে চাঁদপুরে স্বাধীন দেশের পতাকা উত্তোলন করেন। তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, আমাদের নামের পূর্বে বীর শব্দটি ব্যবহার করা হয়। আমাদেরকে আগামীর অনাগত প্রজন্ম, দেশ ও জনগণের স্বার্থে আবারো বীরত্ব দেখাতে হবে। তিনি স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখতে স্বাধীনতার সপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে অপশক্তির বিরুদ্ধে জবাব দেয়ার আহ্বান জানান।

বিজয়মেলার চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদের সভাপতিত্বে ও মহাসচিব হারুন আল রশীদের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ ইসমাইল হোসেন এনডিসি। বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, বিপিএম (বার), জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার (অবঃ) ওয়ারেন্ট অফিসার আঃ হাফিজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। আলোচনার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ খান, গীতাপাঠ করেন বীর মুক্তিযোদ্ধা সাধন সরকার। অনুষ্ঠানে মেলার পক্ষ থেকে সকল অতিথিকে ফুল ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়