শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২২, ০০:০০

নেতা-কর্মীদের প্রতি পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের কৃতজ্ঞতা
স্টাফ রিপোর্টার ॥

সদ্য সমাপ্ত চাঁদপুর পৌর আওয়ামী লীগের সম্মেলনে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নবনির্বাচিত পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল। তারা এক বিবৃতিতে বলেন, সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ও মহিলা আওয়ামী লীগ নেতা-কর্মী যারা আমাদের জন্য নিরলস পরিশ্রম করেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হয়ে আজীবন কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক থাকাকালীন পৌর আওয়ামী লীগের ১৫টি ওয়ার্ডের নেতা-কর্মীরা যেভাবে জাতির জনকের স্বপ্ন পূরণে দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে আমাদেরকে যেভাবে সহযোগিতা করে আসছেন তার জন্যে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশপূর্বক আগামীদিনেও অনুরূপভাবে আপনাদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রেখে জননেত্রী শেখ হাসিনার সকল কর্মসূচি বাস্তবায়ন করবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। সর্বোপরি সদ্য সমাপ্ত চাঁদপুর পৌর সম্মেলনকে সফলভাবে সম্পন্ন করায় আওয়ামী পরিবার বর্গের প্রতি আবারো আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়