শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুর এসে কেন জানি মনে হচ্ছে আমি নিজের বাড়ি এসেছি
বাদল মজুমদার ॥

চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে নবান্ন উৎসব ও মধ্যরাতের মোলহেড নাটকের কলাকুশলীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত নবান্ন উৎসবে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপ্রধানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের সচিব ও চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন এনডিসি। তিনি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর এসে কেন জানি মনে হলো আমি নিজের বাড়ি এসেছি। ঢাকা থেকে এতোটা পথ এসেছি, ক্লান্ত মনে হয়নি। আমার অনেক কিছু অর্জন চাঁদপুরে। সেই কারণেই হয়তোবা এমনটাই মনে হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অজয় ভৌমিক, প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন প্রমুখ।

আলোচনা শেষে ‘মধ্য রাতের মোলহেড’ নাটকের শিল্পী ও কলাকুশলীদের হাতে সনদ তুলে দেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ ইসমাইল হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়