শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২, ০০:০০

মৈশাদী পাটওয়ারী বাড়িতে অনুষ্ঠিত হলো বন্ধু ’৭৮ মিলনমেলা
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

‘এসো মিলি বন্ধুর টানে বন্ধুত্বের মিলনমেলাতে’-এই স্লোগানকে সামনে রেখে ৪২ বছর আগে চাঁদপুরের বন্ধু (এসএসসি পরীক্ষার্থীদের) ’৭৮ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫শে নভেম্বর) চাঁদপুর সদর উপজেলার মৈশাদী নূরু পাটওয়ারীর বাড়ির সম্মুখে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মহা-পরিচালক মমিনউল্লাহ পাটওয়ারী বীর প্রতীকসহ সরকারি-বেসরকারি পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মিলনমেলা উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো শুভেচ্ছা বিনিময়, বড়শি প্রতিযোগিতা, স্মৃতিচারণ, বাস্কেটবলসহ ক্রীড়াভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা, মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণ।

মিলনমেলাতে সংগীত শিল্পী অধ্যাপক আলমগীর বাহারের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় শিল্পীরা। খেলাধুলা অনুষ্ঠিত হয় মমিনউল্লাহ পাটওয়ারী বীর প্রতীক একাডেমীর মাঠে।

মিলনমেলার আয়োজকদের মধ্যে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর, মৈশাদী ইউপি চেয়ারম্যান নূরু পাটওয়ারী, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামালউদ্দিন আহমেদ, ডাঃ মাইনুল ইসলাম মানিক, সিনিয়র আইনজীবী অ্যাডঃ গোলাম মোস্তফা, ব্যবসায়ী রেজাসহ অন্যরা জানান, আমরা একই সালে এসএসসি পরীক্ষা দেয়ার পর মিলনমেলাতে অংশ নেয়া অধিকাংশ বন্ধুই আবার একসাথে চাঁদপুর সরকারি কলেজে পড়াশোনা করেছি। আমরা আগামীতে জেলা ও উপজেলার সকল বন্ধুদের নিয়ে বড় আয়োজন করবো। ওই অনুষ্ঠানে সকল বন্ধুসহ যেনো সকলের পরিবারের সদস্যদের নিয়ে অংশ নিতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়