শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুর থেকে বিএনপি নেতা-কর্মীরা দলে দলে যোগদান করছেন
স্টাফ রিপোর্টার ॥

আজ ২৬শে নভেম্বর কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এ সমাবেশে যোগ দিতে চাঁদপুর থেকে জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীবৃন্দ দলে দলে কুমিল্লায় রওনা হয়েছেন।

বিভাগীয় সমাবেশ সফল করার জন্যে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নেয় চাঁদপুর জেলা বিএনপি। শহর, উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়ে জনগণকে জানান দিতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে। যে কোনো ত্যাগ শিকার করেও কুমিল্লার সমাবেশ সফল করতে মরিয়া চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী।

জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিমের নেতৃত্বে চাঁদপুর থেকে বিরাট বহর নিয়ে সড়ক পথে কুমিল্লায় নেতা-কর্মীরা দলে দলে সমাবেশে যোগ দিবেন বলে জানা জানা যায়। চাঁদপুরের অন্যান্য উপজেলা থেকেও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ নিজেদের মত করে কুমিল্লা রওনা হয়েছেন।

দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে ৮ বিভাগ ও ২ সাংগঠনিক বিভাগে সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর ও সিলেটে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর শনিবার কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু বলেন, গণসমাবেশকে ঘিরে চাঁদপুরের নেতা-কর্মীরা এখন উজ্জীবিত। সবার মধ্যেই উৎসবের আমেজ বিরাজ করছে। দলের সব পর্যায়ের নেতারা এখন একাট্টা। আশা করছি একটি শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়