প্রকাশ : ২৫ নভেম্বর ২০২২, ০০:০০
আজ ২৫ নভেম্বর শুক্রবার চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের নুরু পাটওয়ারীর বাড়িতে অনুষ্ঠিত হবে বন্ধু এসএসসি ’৭৮ মিলনমেলা।
এসো মিলি বন্ধুর টানে এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের এসএসসি ’৭৮ ব্যাচের বন্ধুরা এ মিলনমেলায় অংশ নিবে।
মিলনমেলার আয়োজক চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর ও একই ব্যাচের মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরু পাটওয়ারী বলেন, আমাদের বন্ধুদের নিয়েই এই আয়োজন করা হয়েছে।
আয়োজকদের সূত্রে জানা গেছে, মিলনমেলা উপলক্ষে থাকবে শুভেচ্ছা বিনিময়, স্মৃতিচারণ, বিভিন্ন প্রতিযোগিতা ও র্যাফেল ড্রসহ বিভিন্ন অনুষ্ঠান। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে সকল বন্ধুকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।