শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২, ০০:০০

এন্টিবায়োটিকে শরীরে ড্রাগ রেজিস্ট্যান্ট হলে অন্য কোনো ঔষধ কাজ করে না
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

‘সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি’ প্রতিপাদ্যে ১৮-২৪ নভেম্বর বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সভার আয়োজন করে ঔষধ প্রশাসন অধিদপ্তর জেলা কার্যালয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এএসএম মোসা। তিনি বলেন, বিশ্বে বিভিন্ন সময়ে যে সব মহামারি কিংবা ভাইরাস দেখা দিচ্ছে, তা প্রতিরোধে গবেষকরা প্রতিষেধক তৈরি করছেন। আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি। কারণ কোনো ধরনের চিকিৎসাপত্র কিংবা চিকিৎসকের পরামর্শ ছাড়াই ফার্মেসি থেকে ঔষধ কিনে খাচ্ছি। সামান্য অসুস্থতার কারণে এন্টিবায়োটিক গ্রহণ করছি। যার কারণে এই এন্টিবায়োটিকে শরীরে ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যাওয়ায় পরবর্তীতে অন্য কোনো ঔষধ কাজ করে না। অর্থাৎ এইডস্ রোগে আক্রান্ত হলে যেমন মানুষের অন্য কোনো ঔষধ কাজ করে না। যার ফলে সামান্য অসুস্থতায় অনেকেই মারা যায়।

তিনি বলেন, কিছু ঔষধ ফার্মেসিতে বিক্রি নিষিদ্ধ, কিন্তু আমরা বিক্রি করছি। ড্রাগ এসোসিয়েশনের লাইসেন্স ছাড়া কোন ফার্মেসি বিক্রি করার কথা না। ফার্মাসিস্ট ছাড়া অর্থাৎ ঔষধ সম্পর্কে যারা জানেন তারা ছাড়া ঔষধ বিক্রি করা যাবে না। আমাদের জনবহুল দেশ। আমাদের অনেক ফার্মেসি প্রয়োজন। কিন্তু আমাদের দক্ষ ফার্মাসিস্ট নাই। এই কারণে আমরা না বুঝেও এন্টিবায়োটিকের মত ঔষধ বিক্রি করছি।

তিনি বলেন, যুগ এগিয়ে যাচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে আমাদের জীবনযাত্রার মান এগিয়ে নিতে হচ্ছে। শুধুমাত্র ঔষধই নয়, আমাদের সকল ক্ষেত্রে কাজের গুণগত মান বৃদ্ধি করতে হবে।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন বলেন, আমাদের জন্যে সামনে একটি ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। করোনাকালে আমরা যেমন ভয়াবহ পরিস্থিতিতে ছিলাম, ঠিক তেমনি অবস্থা বেঁচে থাকলে দেখবেন। আপনার জ্বর হয়েছে, কিন্তু জ্বর ভাল হবে না। কোনো ঔষধই কাজ করছে না। কারণ কী? কারণ হচ্ছে আপনি এতো এন্টিবায়োটিক খেয়েছেন, ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে পরবর্তী কোনো মেডিসিন কাজ করার মতো শক্তি থাকে না।

তিনি বলেন, অভিজ্ঞতা থেকে বলছি, অনেক শিক্ষিত মানুষই চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করেন। অতিরিক্ত এন্টিবায়োটিক সেবনের ফলে আপনার শরীরে যদি ব্যাকটেরিয়া তৈরি হয়ে যায় এবং ওই ব্যাকটেরিয়ায় যদি আপনি আক্রান্ত হন, তাহলে আপনার মৃত্যু নিশ্চিত। সকলের নিকট আমার অনুরোধ, সব পেশায়ই ভালো-মন্দ লোক আছে। চিকিৎসক যে ব্যবস্থাপত্র দেন, তাতে অনেক ঔষধই লিখেন। কিন্তু ভিটামিন জাতীয় যে ঔষধগুলো আছে, সেগুলো না খেয়ে দেশিয় ফলফলাদি খেলেই ভালো হয়। এক্ষেত্রে যারা ফার্মেসিতে ঔষধ বিক্রি করেন, তারাও লোকজনকে দেশীয় শাকসবজি খাওয়ার পরামর্শ দিতে পারেন।

সভাটির সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি সুভাস সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বখতিয়ার হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি মোস্তফা রুহুল আনোয়ার। স্বাগত বক্তব্য রাখেন ঔষধ প্রশাসন অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী উপ-পরিচালক মৌসুমী আক্তার।

সভায় উপস্থিত ছিলেন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নজরুল আমিন সাজু, সহ-সভাপতি হুমায়ুন কবির খান, কার্যকরী কমিটির সদস্য আবু ইউসুফ তালুকদার, মনির হোসেন গাজী, মোঃ নেহাল হোসেন মজুমদার, মিজানুর রহমান গাজীসহ বিভিন্ন উপজেলার দুই শতাধিক কেমিস্ট ও ঔষধ ব্যবসায়ী।

আলোচনা সভার পূর্বে সচেতনতা সপ্তাহ উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাব সম্মুখ থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। অনুষ্ঠানে আগত অতিথিদেরকে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চাঁদপুর জেলা শাখা ও ঔষধ প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়