প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর শহরের বাইপাস সড়ক হিসেবে পরিচিত বঙ্গবন্ধু সড়ক। এ সড়কের দক্ষিণ পাশে অবস্থিত রেলওয়ের দীর্ঘ একটি খাল রয়েছে। এই খালের লাগ দক্ষিণ পাশ দিয়ে চলে গেছে চাঁদপুর-লাকসাম রেলপথ। এখানে খালের ওপর অবৈধভাবে গড়ে উঠছে একের পর এক দোকানপাট ও স্থাপনা। দেখার যেন কেউ নেই। এই দখল প্রক্রিয়া অব্যাহত থাকায় খাল বা লেকটি ভরাট হয়ে যাচ্ছে। নতুন করে আরো স্থাপনা তৈরি করতে রাস্তার পাশে মাটি ফেলে জায়গা ভরাট করা হচ্ছে। কেউ যাতে এদিকে নজর না দেয় সেজন্যে একপাশ বেড়া দিয়ে গাছ লাগিয়ে রেখেছে। রেলওয়ের এই জায়গা দখল করে এর আগেও অনেক স্থাপনা ও দোকানপাট গড়ে তোলা হয়। ছবিতে সেই দখল প্রক্রিয়ার একটি জায়গা দেখা যাচ্ছে। ছবি ও প্রতিবেদন : চাঁদপুর কণ্ঠ।