প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২, ০০:০০
নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী উপজেলা কৃষি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার কচুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলানয়তনে জেলা প্রশাসক কামরুল হাসান এ মেলা উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন, কৃষি কর্মকর্তা মোঃ সোফায়েল হোসেন, কচুয়া থানার ওসি মোঃ ইব্রাহিম খলিল, উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব-উল-আলম প্রমুখ।