শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ নভেম্বর ২০২২, ০০:০০

স্কুলে যাওয়া হলো না শিক্ষিকা নাজমা আকতারের
স্টাফ রিপোর্টার ॥

প্রতিদিনকার মতো সিএনজিচালিত অটোরিকশায় করে স্কুলে যাচ্ছিলেন শিক্ষিকা নাজমা আকতার (৫৫)। কিন্তু পথে তার প্রাণসংহার করে নিলো ঘাতক বাস। বিপরীত থেকে আসা বোগদাদ বাস পেছন থেকে সিএনজিটিকে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে রাস্তায় ছিটকে পড়ে তাকে বহন করা গাড়িটি। সৌভাগ্যক্রমে চালক অক্ষত থাকলেও মারা গেছেন শিক্ষিকা নাজমা আকতার। ২১ নভেম্বর সোমবার সকাল ১০টার দিকে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট বটতলা নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নাজমা আক্তার উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা। পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে বলে এই বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক সোহেল রুশদী নিশ্চিত করেন।

নাজমা আক্তার হাজীগঞ্জ উপজেলার বলাখাল রামপুর বাজনাখাল গ্রামের মৃত ফারুক আহমেদের স্ত্রী। তিনি চাঁদপুর শহরের শেরে বাংলা ছাত্রাবাসের কাছে বসবাস করছেন। তার ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে। তিনি ওই বিদ্যালয়ে ৩৩ বছর যাবৎ শিক্ষকতা করছেন বলে জানা গেছে।

দুর্ঘটনায় নিহত হবার খবর পেয়ে সদর উপজেলা শিক্ষা অফিসার, শিক্ষক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের সভাপতি, শিক্ষকগণ, শুভাকাক্সক্ষী, আত্মীয়-স্বজন এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসপাতালে ছুটে আসেন। তাদের সবার মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিক্ষিকা নাজমা আকতার চাঁদপুর শহর থেকে সিএনজি অটোরিকশা করে কর্মস্থলে যাচ্ছিলেন। কুমিল্লা থেকে বোগদাদ পরিবহনের একটি বাস চাঁদপুর আসার পথে ঘোষেরহাটে সিএনজিটিকে বাসটি পেছন থেকে আঘাত করে। এতে সিএনজি অটোরিকশার পিছন ও মাঝামাঝি অংশ দুমড়েমুচড়ে যায় এবং স্কুল শিক্ষিকা গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় সকাল ১১টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক ডাঃ সুশান্ত বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।

ডাঃ সুশান্ত বিশ্বাস জানান, শিক্ষিকাকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। খবর পেয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করেছে। পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়