শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ নভেম্বর ২০২২, ০০:০০

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ নভেম্বর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, মহান বিজয় দিবস আমাদের গৌরবের একটি দিন। ১৬ ডিসেম্বরের কর্মসূচি সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হবে। প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও মোনাজাত করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অর্থ) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ রুহুল আমিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদ পাটোয়ারী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু প্রমুখ। সভায় প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংগঠকবৃন্দ ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি কর্মসূচির আলোকে যথাযোগ্য মর্যাদায় ব্যাপক কর্মসূচির মাধ্যমে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের পরিকল্পনা গৃহীত হয়। ১৪ ডিসেম্বর সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্মৃতিস্তম্ভে স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ এবং পরে চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়