প্রকাশ : ২১ নভেম্বর ২০২২, ০০:০০
আগামী ২৩ নভেম্বর (বুধবার) চাঁদপুরে আসছেন মুফতি গিয়াস উদ্দিন আত-ত্বাহেরী। হাসান আলী হাইস্কুল মাঠে আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে তিনি বয়ান পেশ করবেন। বাদ জোহর হতে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করবেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা শাখার সভাপতি ড. একেএম মাহবুবুর রহমান।
তাফসীর পেশ করবেন যুক্তরাষ্ট্র নিউইয়র্ক নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার জামে মসজিদের খতিব ও পরিচালক আন্তর্জাতিক ইসলামিক স্কলার শায়খ ড. সাইফুল আজম বাবর আল-আজহারী, হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফের পীরজাদা আওলাদে রাসূল (সাঃ) আল্লামা সাইয়্যেদ মাখদুম শাহ আল-মাদানী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মিজানুস সালাম জামে মসজিদের খতিব ও মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির সাবেক লেকচারার ড. সাইফুল ইসলাম আজহারী।
আয়োজকদের পক্ষ থেকে কোরআনের এই মাহফিলে যোগদানের জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ। তাফসীরুল কুরআন মাহফিলের সার্বিক সহযোগিতায় রয়েছে আল্লামা রুহুল্লাহ (রহঃ) ওয়েলফেয়ার অর্গানাইজেশন।