শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ নভেম্বর ২০২২, ০০:০০

পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে গত ১৫ অক্টোবর ১১ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে ১০জন সময়মতো খাতা জমা দিলেও মোঃ মোরশেদ আলম সময় শেষ হওয়ার পরও খাতা জমা দেননি। এ বিষয়ে অন্য প্রার্থীরা আপত্তি জানালেও বিদ্যালয়ের সভাপতি জাবেদ আহমেদ সুমন এ বিষয়ে নীরব থাকতে বলেন। এরপরও দেখা গেলো মোরশেদ আলম ৩য় হন। দেখা গেলো যে, এই ৩য় হওয়া ব্যক্তিকেই সভাপতি কিছু প্রশ্ন করে নিয়োগ দেন।

এ নিয়ে ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আকতার মিজি বাদী হয়ে বিদ্যালয়ের সভাপতি জাবেদ আহমেদ সুমন ও প্রধান শিক্ষক হান্নানুর রহমানের বিরুদ্ধে সিনিয়র সহকারী জজ আদালত চাঁদপুর সদর চাঁদপুরে মোকদ্দমা দায়ের করেন। যার মামলা নং ৪৪১/২২খ্রিঃ। মামলা দায়েরের পরও গত ১ নভেম্বর মোরশেদ আলমকে নিয়োগ দেয়া হয়। এমনকি মোরশেদ আলম তার পূর্বের কর্মস্থল হোসেনপুর আলিম মাদ্রাসা থেকে ছাড়পত্র না নিয়ে পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন। মোরশেদ আলমকে অবৈধভাবে নিয়োগ দেয়ায় এলাকায় নানা গুঞ্জন শোনা যাচ্ছে। প্রশাসন প্রকৃত উত্তীর্ণ হওয়া ব্যক্তিকে নিয়োগ প্রদান করবেন বলে সচেতন মহলের প্রত্যাশা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়