প্রকাশ : ২০ নভেম্বর ২০২২, ০০:০০
বিশিষ্ট ব্যবসায়ী চাঁদপুর শহরস্থ বিউটি স্টোরের স্বত্বাধিকারী, চাঁদপুর কালীবাড়ি মন্দির কমিটির কার্যকরী সদস্য সুবল চন্দ্র দে আর বেঁচে নেই। তিনি গত ১৮ নভেম্বর শুক্রবার রাত ১০টায় সকলকে কাঁদিয়ে পৃথিবী থেকে না ফেরার দেশে চলে গেছেন (দিব্যান্ লোকান্ স গচ্ছতু)। মৃত্যুকালীন তার বয়স হয়েছিলো ৭০ বছর। দোকানের মালামাল ক্রয়ের জন্যে তিনি ঢাকা যান। কিন্তু ঢাকা থেকে আসলেন লাশ হয়ে। দোকানের মাল এসেছে ঠিকই, মালিক আর ফেরত আসেন নি।
অবিবাহিত (চিরকুমার) সুবল চন্দ্র দের মৃত্যু সংবাদ শহরে ছড়িয়ে পড়লে তার শুভানুধ্যায়ীসহ আত্মীয়-পরিজনদের মাঝে বিষাদের ছায়া নেমে আসে। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা ও সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, জেলা ও চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মন্দির কমিটির নেতৃবৃন্দ তাঁর চাঁদপুর শহরস্থ জোড়পুকুর পাড়ের বাসায় ছুটে আসেন তাকে শেষবারের মতো একনজর দেখার জন্যে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী। গতকাল ১৯ নভেম্বর শনিবার বিকেলে চাঁদপুর মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার পূর্বে তার মরদেহ চাঁদপুর কালীবাড়ি মন্দির ও নতুনবাজারস্থ শ্রীশ্রী গোপাল জিউড় আখড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার বিদেহী আত্মার শান্তি কামনা পূর্বক প্রার্থনা করা হয়। এ সময় মন্দির কর্তৃপক্ষসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তার প্রতি ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।
জানা যায়, তিনি ১৮ নভেম্বর সকালে ব্যবসায়িক কাজে ঢাকা যান। কাজ সেরে সন্ধ্যায় লঞ্চযোগে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তিনি লঞ্চের মধ্যেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। প্রায় দুই ঘন্টা তিনি বিনা চিকিৎসায় লঞ্চেই ছিলেন। লঞ্চ চাঁদপুর পৌঁছলে তাৎক্ষণিক তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিক্ষামন্ত্রীর শোক
বিশিষ্ট ব্যবসায়ী চাঁদপুর শহরস্থ বিউটি স্টোরের স্বত্বাধিকারী সুবল চন্দ্র দে এবং চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ আলিম পাড়ার বায়তুল আমিনের আজিজ আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি এক শোক বার্তায় তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।