শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ নভেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুর জেলা প্রশাসন অলিম্পিয়াডের চূড়ান্ত প্রতিযোগিতা সম্পন্ন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে জেলা প্রশাসন অলিম্পিয়াড-২০২২-এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ নভেম্বর শনিবার সকালে চাঁদপুর শহরের গণি আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উদ্বোধনী পর্বে উদ্বোধক ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ। আরো বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, লেখক ও ছড়াকার ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন প্রমুখ।

মাধ্যমিক পর্যায়ের ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতা এবং ৭ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ইংলিশ স্পেলিং কনটেস্ট অনুষ্ঠিত হয়। এর আগে এ সকল শিক্ষার্থী প্রতিষ্ঠান পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত জেলা প্রশাসন অলিম্পিয়াডে অংশ নিয়ে বিজয়ী হয়ে জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতায় ১ম হয়েছে হাজীগঞ্জ উপজেলা, ২য় চাঁদপুর সদর উপজেলা ও ৩য় স্থান অর্জন করেছে কচুয়া উপজেলা। এছাড়া ইংলিশ স্পেলিং কনটেস্টে ১ম হয়েছে হাজীগঞ্জ উপজেলা, ২য় চাঁদপুর সদর উপজেলা ও ৩য় স্থান অর্জন করেছে কচুয়া উপজেলা। বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষকগণ বলেন, এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা আগের তুলনায় অনেক বেশি পাঠ্যপুস্তক অধ্যয়নে মনোযোগী হয়েছে।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় জেলার ২৮ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। শুরুতে এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়