প্রকাশ : ২০ নভেম্বর ২০২২, ০০:০০
আজ ২০ নভেম্বর রোববার চাঁদপুর রোটারী ক্লাব প্রতিষ্ঠার ৫২ বছর পূর্তি । ১৯৭০ সালের ২০ নভেম্বর চাঁদপুর রোটারী ক্লাবের শুভ সূচনা হয়। প্রথিতযশা চিকিৎসক ডাঃ নুরুর রহমানের নেতৃত্বে চাঁদপুর রোটারী ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে চাঁদপুর শহর তথা এ অঞ্চলে রোটারীর পথচলা শুরু হয়। ৫২ বছর পূর্তি উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় চাঁদপুর রোটারী ভবনে কেক কাটাসহ সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে ক্লাব সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছেন বর্তমান সভাপতি রোটারিয়ান খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন ও সেক্রেটারী রোটাঃ ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া।