প্রকাশ : ২০ নভেম্বর ২০২২, ০০:০০
শাহরাস্তিতে দিনব্যাপী ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন উপলক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্থানীয় সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম বলেছেন, আমি এলাকার উন্নয়নে কাজ করছি। আমি চাই আগামী প্রজন্ম নিরাপদে বেড়ে উঠুক। আমরা আগে যখন এলাকায় আসতাম, তখন কোনো পাকা রাস্তা ছিলো না। কাঁচা রাস্তা দিয়ে অনেক কষ্ট করে বিভিন্ন এলাকায় যেতে হতো। এখন আর কাঁচারাস্তা খুঁজে পাওয়া যায় না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এ উন্নয়ন করতে সক্ষম হয়েছি। শাহরাস্তি-হাজীগঞ্জ উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ভবন হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন হয়েছে, এখন লেখাপড়ায় উন্নতি করতে হবে। সরকারের সুযোগ-সুবিধা কাজে লাগাতে হবে। নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আমরা উন্নয়ন করে যাচ্ছি। আমি খুব কম করে খাই। আমি বেঁচে থাকার জন্য খাই, আর বেঁচে আছি তোমাদের জন্য। তিনি বলেন, আমরা যা সুযোগ-সুবিধা দিচ্ছি তা দিয়ে তোমরা প্রতিষ্ঠিত হও।
দিনব্যাপী তিনি রাঢ়া রহমানিয়া নূরিয়া সুন্নিয়া মাদ্রাসার ৪তলা ভবনের ১ম তলার ভিত্তিপ্রস্তর স্থাপন, বানিয়াচোঁ উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন, ফটিকখিরা বালিকা বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন ও মেহের উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভবনের ১ম তলার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ন রশিদ, শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আঃ লতিফ, থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা অ্যাডঃ ইলিয়াস মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল প্রমুখ।