প্রকাশ : ২০ নভেম্বর ২০২২, ০০:০০
আজ রোববার থেকে ফুটবলের সবচেয়ে বড় আয়োজন ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। কাতারের আল বায়েত স্টেডিয়ামে রাত ১০টায় উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ স্বাগতিক কাতারের বিপক্ষে লাতিন আমেরিকান দল ইকুয়েডর খেলতে নামার সাথেই পর্দা উঠবে কাতার বিশ্বকাপ ফুটবল-২০২২ আসরের।
এটা বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর। আজ থেকে শুরু হয়ে ১৮ ডিসেম্বর পযন্ত চলবে বিশ্বকাপের এবারের আসর। কাতারে ৩২টি দেশ শিরোপার লড়াইয়ে মাঠে নামলেও বিশ্বকাপ আসরের শেষ ম্যাচে ট্রফিটা কোন্ দল পাবে সেদিকেই থাকবে পুরো বিশ্ববাসীর সবার চোখ।
কাতারের ৫ শহরের ৮টি স্টেডিয়ামে ৩২ দলের অংশগ্রহণে সর্বমোট ম্যাচ হবে ৬৪টি। এ বিশ্বকাপে আগামী ২২ নভেম্বর বিকেল ৪টায় সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। অপরদিকে আগামী ২৫ নভেম্বর রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে নেইমারের ব্রাজিল। এ বিশ্বকাপে নজরে আসবেন নতুন কিছু উঠতি তারকা, আবার হয়তো ঝরেও যাবেন অনেক তারকা।
কাতার বিশ্বকাপ ফুটবলে চায়ের কাপে ঝড় তুলবে, ঘরে ঘরে ফুটবল উন্মাদনার জন্ম দেবে। কিছু মানুষকে কাছে টানবে, কিছু মানুষকে হতাশ করবে, আবার কিছু মানুষকে হয়তো স্পর্শও করবে না। তবে দিন শেষে নিঃসন্দেহে হয়ে উঠতে চাইবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ।
ইতোমধ্যে বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের মাঠে-ঘাটে। সমর্থকরা প্রিয়দলের জার্সি কিনছেন, বাড়ির ছাদে ছাদে স্থাপন করেছেন প্রিয় দলের পতাকা।