শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২২, ০০:০০

হাইমচরে রাতের আঁধারে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি দেয়ার অভিযোগ
মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥

হাইমচরে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। উপজেলার ৬টি ইউনিয়নে পুরোনো তারিখে আওয়ামী লীগের নতুন কমিটি নিয়ে দলীয় নেতা-কর্মীদের মাঝে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। ঘোষিত কমিটিগুলো রাতের আঁধারে দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। এ বিষয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক এ কমিটিকে গ্রহণযোগ্য নয় বলে পূর্বের কমিটি বহাল থাকবে বলে জানান।

অভিযোগ করা হয়, গত ১৫ নভেম্বর গভীর রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পছন্দমতো পুরানো তারিখ দেখিয়ে নতুন করে ৬টি ইউনিয়নে আওয়ামী লীগের কমিটি মৌখিকভাবে ঘোষণা করেন। কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক পদ পাওয়া নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকেই হাইমচর উপজেলাজুড়ে নতুন কমিটি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠে।

নীলকমল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরদার জানান, সম্মেলনের তারিখ ঘোষণার পর পুরানো কমিটি বাতিল করে নতুন কমিটি করা সংগঠন বহির্ভূত। গত ১৫ নভেম্বর গভীর রাতে যে কমিটি ঘোষণা করা হয়েছে তা একটি পকেট কমিটি। এ কমিটিকে জেলা আওয়ামী লীগ অবৈধ ঘোষণা করে আমাদের সাবেক কমিটিকে বহাল রেখেছে। জেলা আওয়ামী লীগ পুরানো কমিটি বহাল রেখে দলের সম্মান রক্ষা করেছে।

চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার জানান, রাতের আঁধারে গঠন করা নতুন কমিটি সংগঠন বিরোধী। তারা তাদের স্বার্থে ইউনিয়নে না গিয়ে উপজেলায় বসে নিজস্ব লোকদের দিয়ে কমিটি তৈরি করেন। এমন নেতাকে তারা সভাপতি/সাধারণ সম্পাদক মনোনীত করেন যারা কাউন্সিলর হওয়ারও যোগ্য নয়। জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী আমাদেরকে বলেছেন, সম্মেলনের তারিখ নির্ধারণের পর নতুন কোনো কমিটি করা যাবে না। যদি কেউ কোনো কমিটি করেন তা গ্রহণযোগ্য না। ইউনিয়ন আওয়ামী লীগের পুরানো কমিটি বহাল থাকবে। আপনারাই সম্মেলনের কাউন্সিলর হবেন।

উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী জানান, আগামী ৫ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণার পর নতুন করে এ কমিটি করা গঠনতন্ত্র বহির্ভূত।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী জানান, হাইমচর উপজেলার যতোগুলো ইউনিয়নের পুরানো তারিখ ব্যবহার করে আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে, তা নিয়মবহির্ভূত। সম্মেলনের পূর্বে কোনো নতুন কমিটি গঠন করা যাবে না। সুতরাং পূর্বের যে কমিটি রয়েছে সেটি বহাল থাকবে।

জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ জানান, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী বর্ধিত সভার তারিখ হওয়ার পরে পুরানো তারিখ ব্যবহার করে কোনো কমিটি দেয়ার সুযোগ নেই। এ বিষয়ে আমি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে বলেছি পূর্বের কমিটি বহাল রেখে নতুন কমিটি না দেয়ার জন্যে। বিষয়টি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে জানিয়ে দেয়ার জন্য বলা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়