প্রকাশ : ১৯ নভেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজারে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ, দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হবার খবর পাওয়া যায়। ১৮ নভেম্বর শুক্রবার বিকেল পৌনে ৪টার সময় বহরিয়া বাজার ও বড় খান বাড়ির তিন রাস্তার মোড়ে এ সংঘর্ষ হয়।
এ ঘটনায় প্রতিপক্ষ গ্রুপের হামলায় আহত ইমরান (২৭) (পিতা মৃত হাফেজ খান, বহরিয়া লক্ষ্মীপুর) ও মমিন (৩৪) (পিতা আহমদ মাঝি, রামদাসদী, বহরিয়া) নামে দু’জনকে চিকিৎসার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হয়।
খবর পেয়ে চাঁদপুর শহরের পুরানবাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সহযোগিতায় সংঘর্ষে লিপ্তদের নিবৃত করেন।
পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শামসুল আলম জানান, ৬ ডিসেম্বর সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে স্থানীয়ভাবে বহরিয়া বাজারে প্রস্তুতি সভা করেছিলো বলে ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারী তাকে জানিয়েছে। ওই সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সেলিম চেয়ারম্যান সেলিম খান গ্রুপ এবং সাবেক চেয়ারম্যান মনা খাঁ ও মেম্বার নান্নু হাজী গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে বাকবিত-া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা তাদেরকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।
এদিকে এলাকা সূত্রে জানা গেছে, ইউনিয়ন আওয়ামী লীগের গ্রুপিং রাজনীতি বিরোধ অনেক আগে থেকেই এই ইউনিয়নে বিরাজমান। সামনে যেহেতু উপজেলার সম্মেলন তাই দুই গ্রুপই দলীয়ভাবে সক্রিয় সেখানে। এমতাবস্থায় নিজেদের প্রভাব বিস্তার নিয়ে গতকাল বিকেলে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা এবং সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
সংষর্ষের সময় বহরিয়া বাজার পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও বাজারের দুইদিকে দুই গ্রুপ দেশিয় অস্ত্র নিয়ে অবস্থান করে।