শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২২, ০০:০০

বিরাজমান ভ্রাতৃত্ববন্ধন অক্ষুণ্ন রাখার প্রত্যয় নিয়ে অযাচক আশ্রম চাঁদপুরে ভ্রাতৃ-দ্বিতীয়া অখণ্ড সম্মেলন সম্পন্ন
বিমল চৌধুরী ॥

বিরাজমান ভ্রাতৃত্ব বন্ধন অক্ষুণ্ন রাখার প্রত্যয় নিয়ে অযাচক আশ্রম চাঁদপুরে দুদিনব্যাপী ভ্রাতৃ- দ্বিতীয়া অখণ্ড সম্মেলন সম্পন্ন হয়েছে। এই সম্মেলনের গতকাল ১৮ নভেম্বর শুক্রবার ছিলো শেষদিন। এদিন সকালে দেশের বিভিন্ন স্থান থেকে আগত অখণ্ড সংঘের গুরু ভ্রাতা, ভগ্নি ও পরমারাধ্য শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অনুগামীদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ব অখণ্ড সংঘ প্রধান তপন ব্রহ্মচারী (দাদামণি)।

তিনি ন্যায় ও সততার সাথে বাবামণির আদর্শ নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, শাশ্বতগুরু অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রতিষ্ঠিত বিশ্ব অখণ্ড সংঘ প্রধান ও পুণ্য জন্মস্থান চাঁদপুরে বিশ্বমানের মন্দির নির্মাণ কাজ আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, বিষয়টিতে আমি খুবই আনন্দিত। বাবামণির অশেষ কৃপা ও আশীর্বাদ লাভে এর নির্মাণ কাজে সকলের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। বাবামণির কৃপা হয়েছে বলেই আজ বাবামণির পুণ্য জন্মস্থানে আপনারা মন্দির নির্মাণের মত পুণ্য কাজে অংশ নিতে পেরেছেন। বাবামণির পুণ্য জন্মস্থানে গড়ে উঠা এ মন্দিরটি হয়ে উঠবে বিশ্বনন্দিত বাবামণির ধ্যান মন্দির হিসেবে। সততা নিয়ে যে কাজ শুরু হয় সে কাজ কখনো পিছিয়ে থাকে না। বাবামণির আদর্শ এবং চিন্তাকে হৃদয়ে ধারণ করে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমরা সকল বাধা-বিপত্তিকে জয় করতে পারবো। তিনি নিজেদের মাঝে বিরাজমান ভ্রাতৃত্ব বন্ধন অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়ে আরো বলেন, বিভেদ, হিংসা, পরনিন্দা শুধু হতাশার জন্ম দিতে পারে, হৃদয়ে শান্তি দিতে পারে না। তিনি ভ্রাতৃ-দ্বিতীয়া অখণ্ড সম্মেলনের সফলতা কামনা পূর্বক বিশ্বনন্দিত ধ্যান মন্দির নির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠন (বাসঅস) সভাপতি প্রবাল চৌধুরীর সভাপ্রধানে ও চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্টির সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাসের সঞ্চালনায় গুরুভ্রাতা ও ভগ্নিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের (বাসঅস) সহ-সভাপতি তাপস কান্তি সরকার, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের ডাঃ ভজন তলাপাত্র, তন্ময় তালুকদার, বৃহত্তর সিলেট অঞ্চলের সুধাংশু সূত্রধর, চট্টগ্রাম-পার্বত্য অঞ্চলের প্রাণেশ্বর ত্রিপুরা, সুকুমার ত্রিপুরা, কুমিল্লা অঞ্চলের নিরাপদ স্বর্ণকার, সুভাষ দাস, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের শ্রীপদ দাস, গোকুল মণ্ডল, অসীম ভূষণ নাগ, চাঁদপুর অঞ্চলের দুলাল চন্দ্র দাস, অধ্যাপক রাধেশ্যাম কুরী, অরুণ চন্দ্র ঘোষ, অঞ্জন কুমার দাস, গৌতম কুমার ঘোষ, মৃদুল কান্তি দাস, ঢাকা অঞ্চলের রত্ন বিজয় সাহা, পলাশ দাস, দিলীপ মণ্ডল, বিমল চৌধুরী, অনুপ দাস, বলরাম ঘোষ প্রমুখ।

আলোচনা শেষে শান্তি বাচনের মধ্য দিয়ে দুদিনব্যাপী ভ্রাতৃ-দ্বিতীয়া অখণ্ড সম্মেলনের সমাপ্তি ঘটে। আগত ভক্তবৃন্দের প্রাণের উচ্ছ্বাসে পরিবেশিত হরিওঁ কীর্ত্তনে আশ্রম প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে। অনুষ্ঠান শেষে প্রসাদ বিতরণ করা হয়।

সম্মেলনে অখণ্ড সংঘের অখণ্ড সংগীত পরিবেশন করেন বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠন (বাসঅস)-এর সাংস্কৃতিক সম্পাদক মানিক রায় ও শিল্পী বিথী রায় এবং অখণ্ড সংহিতা পাঠ করেন চাঁদপুর যুব অখণ্ড সংগঠনের সভাপতি প্রণব সাহা। বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠন (বাসঅস) ও চাঁদপুর অযাচক আশ্রমের আয়োজনে অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের পুণ্য জন্মস্থান চাঁদপুর শহরের পুরাতন আদালত পাড়াস্থ অযাচক আশ্রমে অনুষ্ঠিত ভ্রাতৃ-দ্বিতীয়া অখণ্ড সম্মেলন উপলক্ষে গত ১৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নিয়মিত সন্ধ্যাকালীন উপাসনা ও সন্ধ্যা সাড়ে ৭টায় সাংগঠনিক অধিবেশন এবং গতকাল ১৮ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৮টায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমবেত উপাসনা ও সকাল ১১টায় দেশের জেলা, উপজেলা ও আঞ্চলিক অখণ্ড মণ্ডলীসমূহের কর্মকর্তাদের ব্যাপক উপস্থিতিতে সম্মেলনটি সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি অভিনন্দন জ্ঞাপনপূর্বক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠন (বাসঅস)-এর সভাপতি প্রবাল চৌধুরী, সাধারণ সম্পাদক সুজিত কুমার দে এবং পুণ্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি দুলাল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক তাপস কুমার দাস এবং চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্টির সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস। তারা আগামীদিনেও বাবামণির সকল অনুষ্ঠানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকলের উপস্থিতিসহ আন্তরিক সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়