শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২২, ০০:০০

সকল ধর্ম বর্ণের মানুষ মিলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি ইউনিয়নের সূত্রধরপাড়া গ্রামের মধ্য বাড়িতে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী স্মরণে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান ও বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবের শেষ দিনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ নাজমুন নাহার অনি। এ সময় তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে একসাথে বসবাস করছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষকে সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করে আসছে। সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে প্রশাসনিকভাবে নিরাপত্তা দিচ্ছে। আজ শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে আপনারা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। সকল ধর্ম, বর্ণের মানুষ মিলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে। তাই এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় নিয়ে আসতে হবে। আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এদেশের মানুষের সেবায় নিজেকে নিয়োগ করতে চাই। সেজন্যে আজ আপনাদের পাশে এসেছি।

গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাসের সভাপতিত্বে ও মানিক দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডঃ মোহাম্মদ আলী মজুমদার, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি সফিকুল হায়দার শাহিন ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব মজুমদার। এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রলীগের উপনাট্য ও বিতর্ক সম্পাদক শরীফ মৃধা, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি শাখাওয়াত মিন্টু, আরিফ হোসেন, আফসার হোসেন, খায়রুল বাসার, সুজন চন্দ্র দাস, সজিব হোসেন প্রমুখ।

এ সময় মন্দিরের সার্বিক উন্নয়নে আর্থিক অনুদান প্রদান করেন অ্যাডঃ নাজমুন নাহার অনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়