শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২২, ০০:০০

হাজীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাশেম, সম্পাদক সুমন
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন।

৫নং ওয়ার্ডের একটি কেজি স্কুলে নতুন করে ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে উপস্থিত সভ্যদের (৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য) মধ্য থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর নাম প্রস্তাব ও সমর্থনের জন্য আহ্বান করেন পৌর আওয়ামী লীগের সদস্য ও পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন।

এতে সভাপতি পদে লিটন পাল ও আবুল কাশেম গাজী এবং সাধারণ সম্পাদক পদে মোঃ নূর নবী সুমন তপাদার, মোতালেব মজুমদার, বিল্লাল হোসেনের নাম প্রস্তাব ও সমর্থন করা হয়। এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের মধ্যে সমঝোতা করার সুযোগ দেয়া হয়। কিন্তু প্রার্থীদের মধ্যে সমঝোতা না হওয়ায় উভয় পদে ভোট গ্রহণের সিদ্ধান্ত দেন।

পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলনের সঞ্চালনায় ভোটগ্রহণ শেষে আ.স.ম. মাহবুব-উল আলম লিপন আগামী তিন বছরের জন্য ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে আবুল কাশেম গাজী ও সাধারণ সম্পাদক পদে পৌর কাউন্সিলর মোঃ নূর নবী সুমন তপদারের নাম ঘোষণা দেন এবং সম্মেলনের সমাপ্ত করেন।

এর আগে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ও হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত প্রমুখ। এ সময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়