প্রকাশ : ১৯ নভেম্বর ২০২২, ০০:০০
অনলাইন ডেস্ক
তোমাদের জীবনের যে পর্যায়ে আজ বিবাহবার্ষিকী তা কোনো অনুষ্ঠান নয়, অশেষ শুভ কামনায় আমরা কল্পিত রঙিন আয়োজনে পালন করতে চাই এবং দোয়া করি, তোমাদের কর্ম- কীর্তি যে মহীরূহে পরিণত হয়েছে, তার ছায়াতলে আমাদের রেখো সব সময়।
-শুভেচ্ছান্তে মনু,কবির, রিয়াজ,সগীর,মিথিলা, ফিরোজ ও সুখু।