শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২২, ০০:০০

সাধারণ মানুষের আস্থার জায়গা প্রেসক্লাব, এটাকে ধরে রাখতে হবে
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা পরিষদের দ্বিতীয়বারের মতো নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারীকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভায় এ সংবর্ধনা দেয়া হয়। সাংবাদিকরা ফুলেল শুভেচ্ছা আর উষ্ণ ভালোবাসায় আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারীকে অভিনন্দন জানান। চাঁদপুর প্রেসক্লাবের অন্যতম সদস্য ও উন্নয়ন কমিটির আহ্বায়ক আলহাজ্ব ওচমান পাটওয়ারীকে বিপুল ভোটে নির্বাচিত করায় ভোটারদের প্রতি সাংবাদিকগণ কৃতজ্ঞতা জানান।

আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী বলেন, আমাকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত করায় সম্মানিত ভোটারদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, চাঁদপুরের পাঁচটি আসনের মাননীয় সংসদ সদস্যগণ তথা মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি, অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এই বিজয়ে তাঁদের অকৃত্রিম ভালোবাসা, পরামর্শ এবং সহযোগিতা উল্লেখযোগ্য ভূমিকা ছিলো। এছাড়া চাঁদপুরের সকল পর্যায়ের সাংবাদিকের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা ছিলো আমার প্রতি। আমি দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের উন্নয়নে পূর্বের ন্যায় ভূমিকা রাখার সুযোগ পেলাম।

তিনি বলেন, চাঁদপুর প্রেসক্লাব সারাদেশের মধ্যে একটি মডেল প্রেসক্লাব। এখানে নেতৃত্বের পালা বদলের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াও সারাদেশে মডেল। সাধারণ মানুষের আস্থার জায়গা হচ্ছে প্রেসক্লাব। এই বিশ্বাসকে ধরে রাখতে হবে। সুনামকে কোনোভাবেই নষ্ট করা যাবে না। যে কোনো মূল্যে নিজেদের ঐক্য ধরে রাখতে হবে।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কার্যকরী কমিটির সদস্য ছাড়াও সাধারণ সদস্য এবং বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারীকে প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, সকল পত্রিকার সম্পাদক এবং ক্লাবের সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানান এবং ফুলের মালা পরিয়ে তাঁকে অভিনন্দন জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়