প্রকাশ : ১৯ নভেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর পদ্মা-মেঘনা নদীতে এবারের মা ইলিশ সংরক্ষণের সময় জেলা টাস্কফোর্সের অভিযানে জব্দকৃত ৮৮০ কেজি ইলিশ ৩৭টি এতিমখানায় এবং গরীব-দুঃস্থদের মাঝে বিলি করা হয়েছে। জব্দকৃত মাছগুলো চাঁদপুর বড় স্টেশন মাছঘাটের ব্যবসায়ী হাজী আঃ মালেক খন্দকারের মালিকানাধীন বাবুরহাট চাঁনখার বাজারস্থ খন্দকার কোল্ড স্টোরেজে রাখা ছিলো।
মা ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্সের আয়োজনে গত বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় ওই পরিমাণ মাছ মাদরাসা-এতিমাখানা ও গরীব দুঃস্থদের মাঝে সুন্দর সুষ্ঠুভাবে বন্টন করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেসকাতুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, জেলা নৌ পুলিশ, কোস্টগার্ড এবং মৎস্যজীবী চাঁদপুরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, আমরা এই আটককৃত মাছগুলো চেয়েছিলাম সুষ্ঠুভাবে ও সুন্দরভাবে বন্টন করার জন্য এবং আমি মনে করি আমরা সফল হয়েছি। যার জন্য এদিন মোট ৮৮০ কেজি ইলিশ মাছের মধ্যে প্রায় ৭৫০ কেজি মাছ ৩৭টি এতিমখানায় বন্টন করেছি এবং গরীব দুঃস্থদের মাঝে প্রায় ১৩০ কেজি মাছ আমরা দাঁড়িয়ে থেকে বিলি করেছি।
উল্লেখ্য, ২০২২-২৩ অর্থ বছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণে ও মোবাইল কোর্টের অভিযানে গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত আটককৃত মা ইলিশগুলো স্থানীয় ফিশিং কোল্ড স্টোরেজে রাখা হয়।