শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২২, ০০:০০

সম্মেলন ঘিরে উজ্জীবিত শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ ॥ নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

সম্মেলনে ব্যস্ত শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ। তৃণমূল থেকে শুরু করে উপজেলা পর্যন্ত নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। আগামী ২৫ নভেম্বর শাহরাস্তি পৌরসভা ও ২৮ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মলন সফল করতে ইতোমধ্যে ওয়ার্ড কমিটির সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা পর্যায়ের নেতাদের উপস্থিতিতে নেতা-কর্মীদের সরাসরি ভোটে ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কোনো প্রকার গোলযোগ ছাড়াই ওয়ার্ড সম্মেলনগুলো সফলভাবে সম্পন্ন হওয়ায় নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। গত ১৫ নভেম্বর পৌরসভার ১২টি ওয়ার্ডের সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়। ১৮ নভেম্বর থেকে একটানা ১০টি ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করতে কাজ করছে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এদিকে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সফল করতে ইউনিয়নব্যাপী নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। নেতা-কর্মীদের প্রত্যক্ষ ভোটে দলীয় পদ পেতে পোস্টার, ব্যানার, ফেস্টুন সাঁটিয়ে নিজের পক্ষে সমর্থন পেতে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে ব্যস্ত হয়ে পড়েছেন পদ প্রত্যাশীরা। উপজেলা আওয়ামী লীগের পদ প্রত্যাশীদের কাছে ইউনিয়ন সম্মেলন অনেকটাই গুরুত্বপূর্ণ। সেদিক মাথায় রেখে উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের দিকে সজাগ দৃষ্টি রাখছেন। এবারের সম্মেলনে প্রত্যেকটি ইউনিয়নে রয়েছে বিপুল সংখ্যক নতুন মুখ। এদের মধ্যে সাবেক ছাত্রনেতাদের প্রাধান্য দেখা যাচ্ছে। সদ্য সমাপ্ত ওয়ার্ডগুলোর সম্মেলনে তরুণ ও সাবেক ছাত্রনেতাদের প্রাধান্য দেখা যায়।

২০১৩ সালে সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ফরিদ উল্লাহ চৌধুরী সভাপতি ও মোঃ কামরুজ্জামান মিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দু’বছর পূর্বে ফরিদ উল্লাহ চৌধুরীর ইন্তেকালের পর সুচিপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল মজুমদার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। সম্মেলন সামনে রেখে উপজেলা সভাপতি পদে আনুষ্ঠানিকভাবে কেউ প্রার্থিতা ঘোষণা না করলেও সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টুর প্রার্থিতা প্রায় নিশ্চিত। উপজেলা আওয়ামী লীগের সম্ভাব্য সভাপতি প্রার্থীদের সাথে কথা বলে জানা গেছে তারা সময় ও সুযোগের অপেক্ষায় রয়েছেন। পরিস্থিতি বুঝে তাদের প্রার্থিতা ঘোষণা করবেন। তবে এবারের সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ নতুন সভাপতি পেতে যাচ্ছে। উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা হুমায়ুন কবির মজুমদার ও ফরিদ উল্লাহ্ চৌধুরীর মৃত্যুর পর শূন্যতার সৃষ্টি হলেও নতুন নেতৃত্বে আবারো প্রাণবন্ত হবে উপজেলা আওয়ামী লীগ এই প্রত্যাশা নেতা-কর্মীদের। দীর্ঘ ৮ বছর পর দলের সম্মেলন সামনে রেখে নতুন উদ্যমে সংগঠিত হচ্ছে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ। আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে পৌর আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা কাউন্সিলরদের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছেন। উৎসবমুখর পরিবেশে উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন সফলভাবে সম্পন্ন হবে এটাই সবার প্রত্যাশা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়