শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২২, ০০:০০

৩০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শতাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের স্বাগতিকতায় আয়োজিত ‘এসোসিয়েশন অব দ্যা ইউনিভার্সিটি অব এশিয়া এন্ড দ্যা প্যাসিফিক' (এইউএপি)-এর ১৫তম সাধারণ সম্মেলনের সমাপনী দিবসে শতাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকার আশুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ১৬ নভেম্বর (বুধবার) ১০টি দেশের ৩০ টি বিশ্ববিদ্যালয়ের এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল এসোসিয়েসন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (আইইউএপি)’র সভাপতি ড. ফার্নান্দো লিয়েন গ্রেসিয়া, এসোসিয়েশন অফ ইউনিভার্সিটিজ অফ এশিয়া প্যাসিফিক (এইউএপি)-এর সভাপতি ড. পিটার পি লওরেল, এইউএপি’র নবনির্বাচিত সভাপতি (২০২৩-২৯২৪) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মোঃ সবুর খান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান।

সমঝোতা স্বাক্ষরে ছাত্র ও অনুষদ বিনিময়, একসাথে একাডেমিক ও গবেষণা প্রোগ্রামগুলোর বিকাশ, কোর্স ভাগাভাগি এবং যুগ্মকরণের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়। এই সমঝোতা স্মারকগুলো এখন ১০টি দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে অনেক কার্যক্রমের দিকে নিয়ে যাবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ড. বিশ্বজিৎ চন্দ বলেন, যেহেতু এইউএপি-এ এশিয়া প্যাসিফিকের বাইরের বিশ্ববিদ্যালয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে, তাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একত্রিকরণ করা দেখে ভাল লাগছে এবং ৪র্থ শিল্প বিপ্লব যুগে প্রযুক্তি ও তাদের সামাজিক প্রয়োগগুলোতে অধ্যয়ন ও গবেষণায় প্রচুর সহযোগিতামূলক প্রচেষ্টা হতে পারে। ড. চন্দ বাংলাদেশের দক্ষ বিশ্ববিদ্যালয়গুলোকে বিদেশে সম্প্রসারণ এবং কার্যকরভাবে বিশ্বায়নের জন্য উৎসাহিত করেন।

অনুষ্ঠানে এইউএপি-এর নবনির্বাচিত সভাপতি ড. মোঃ সবুর খান সকল অতিথিকে স্বাগত জানান এবং বলেন, এইউএপি এখন মহামারী পরবর্তী শিক্ষার ভবিষ্যৎ গড়ে তোলার জন্য কাজ করবে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ফিলিপাইন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভারত, রোমানিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রুনাই, বাংলাদেশ ইত্যাদি দেশ থেকে আগত বেশ ক’টি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নেতাদের সমন্বয়ে এই সংস্থার সম্মেলনের আয়োজন করে। ১৪ নভেম্বর ঢাকার ধানমন্ডিতে ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কে অনুষ্ঠানটির সূচনা হয়। এরপর ১৫ নভেম্বর রেডিসন ব্লুতে দ্বিতীয় দিনের আয়োজন করা হয়। এদিন ড. মোঃ সবুর খান এইউএপি-এর নতুন নির্বাচিত সভাপতি হিসেবে শপথ নেন। এছাড়া অতিথিরা দুই সেশনে ভবিষ্যৎ উচ্চশিক্ষা কাঠামো নিয়ে আলোচনায় অংশ নেন।

তিনদিনের ইভেন্ট চলাকালীন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এইউএপি-এর ৩০টিরও বেশি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের নেতারা তিনটি বিষয়ে মতবিনিময় করেছেন। সেগুলো হলো : উচ্চ শিক্ষার জন্য প্রযুক্তি ব্যবহার করে অনলাইন থেকে মিশ্র শিক্ষা, শিক্ষা ব্যবস্থায় পরীক্ষামূলক ও ব্যবহারিক উপাদান এবং প্রকল্প-ভিত্তিক শিক্ষাদান।

এইউএপি-এর প্রাথমিক উদ্দেশ্য এবং লক্ষ্য হলো, এই সংস্থার সদস্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক উন্নয়নের জন্য একটি আধুনিক এবং কার্যকরী প্ল্যাটফর্ম তৈরি করা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়