শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২২, ০০:০০

দুর্নীতি দেশের উন্নয়নকে খেয়ে ফেলছে : ড. শামসুল আলম
অনলাইন ডেস্ক

দুর্নীতি দেশের উন্নয়নকে খেয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে নিরাপদ খাদ্য বিষয়ক এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. শামসুল হক বলেন, আমাদের দেশে আইন এবং প্রতিষ্ঠানের অভাব নেই। আমাদের মূল অভাব হলো পরিবেক্ষণ এবং বাস্তবায়ন। এ ঘাটতিটা আমরা কীভাবে উন্নয়ন ঘটাবো, এ বিষয়ে সংসদ সদস্যদের দায়িত্ব হচ্ছে সংসদে বিষয়গুলো তুলে ধরা, যে আইন আছে বাস্তবায়ন হচ্ছে না। ভেজাল খাদ্যের জন্য যখন জরিমানা করা হয় তখন আমি কিন্তু আশ্বস্ত হই কেউ না কেউ বিষয়টি দেখছেন আমাদের খাবার কী ঠিক রয়েছে কিনা। ভেজাল ছাড়া কোনো পণ্য পাওয়া যায় সেই নিশ্চয়তা আমরা এখনো পাইনি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, এই যে ব্যবসায়ীরা আমাদের সাথে প্রতারণা করছেন, যে চালের কোনো জাত নেই তাকে বলছে মিনিকেট। মিনিকেট নামে কোনো জাত বাংলাদেশে এবং কোথাও নেই। মোটা ২৮ চালকে চিকন করে মিনিকেট নামে বিক্রি করছে। এভাবেই আমরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছি। খাদ্যের গুরুত্ব এবং পুষ্টি বিষয়ে আমরা প্রত্যেকেই সচেতন। আমরা সংসদ সদস্যদের কাছ থেকে নিশ্চয়তা চাই, এ বিষয়গুলো বাস্তবায়নের জন্য সংসদে তুলে ধরা এবং সেজন্যই আপনারা জনপ্রতিনিধি। খাদ্যে ভেজালমুক্ত করার মূল বিষয় হলো বাস্তবায়ন, পরিবেক্ষণ এবং সমন্বয়।

তিনি বলেন, আমার সামনে একজন দুর্নীতি করে বেশি সুযোগ-সুবিধা নেবে, রাস্তার অর্ধেক কাজ করে টাকা নিয়ে যাবে, দুর্নীতির ফলে আমি আমার প্রাপ্য পাচ্ছি না। এই বিষয়গুলো কেন আমি সংসদে সোচ্চার কণ্ঠে শুনতে পাই না। আমি মন্ত্রী তার পরেও সংসদ সদস্যদের কাছ থেকে সংসদে শুনতে চাই কীভাবে দুর্নীতি কমানো যায়। উন্নয়ন খুবই উপাদেয় যদি সেটাকে দুর্নীতিমুক্ত করা যায়। জনগণকে বাস্তবে দেখাতে হবে আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছি না, তখন উন্নয়ন কথাটা ভালো শোনাবে। আর না হয় আপনারা পারসেন্টেন্স নেবেন, আপনার জন্য ১০ শতাংশ রাখতে হবে, সংসদে অনেকেই সম্মানিত এবং ভালো ব্যক্তি রয়েছেন সন্দেহ নেই। আবার অনেকেই আছেন নির্বাচিত হয়েও অনেক ধরনের ভাগ-বাঁটোয়ারার সঙ্গে জড়িত, এটা অস্বীকার করা যাবে না। সুন্দর এবং মানসম্মত জীবনের জন্য দুর্নীতিমুক্ত দেশ প্রয়োজন।

সংসদ সদস্য এবং অধ্যাপক ডা. হাবিব এ মিল্লাতের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

তিনি তার বক্তব্যে বলেন, পরিকল্পনা মন্ত্রণালায় যেসব প্রকল্প অগ্রাধিকার দিচ্ছে তা প্রান্তিক মানুষের জন্য। বিশেষ করে খাবার পানি, নারী ও শিশুদের সঙ্গে জড়িত প্রয়োজনীয় জিনিসগুলোর গুরুত্ব দিচ্ছে সরকার। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়