শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২২, ০০:০০

৮ ডিসেম্বর শুরু হচ্ছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

আগামী ৮ ডিসেম্বর চাঁদপুরে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হবে। চলবে ১০ জানুয়ারি-২০২৩ পর্যন্ত। ‘এসো মিলি মুক্তির মোহনায়’ স্লোগানে চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয়মেলা এ বছর গৌরবের ৩১ বছরপূর্তি উদযাপন করবে। চাঁদপুর আউটার স্টেডিয়ামে দ্বিতীয়বারের মতো এ মেলার প্রস্তুতি চলছে। জানা গেছে, চাঁদপুর জেলার অর্ধশতাধিক সাংস্কৃতিক ও নাট্য সংগঠন মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলায় তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড উপস্থাপনের জন্যে প্রস্তুতি নিতে শুরু করেছে।

এদিকে মেলার কাজের তদারকি ও কাজের অগ্রগতি প্রতিনিয়ত পরিদর্শন করছেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা-২০২১-এর স্টিয়ারিং কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ। গতকাল ১৬ নভেম্বর মেলার কাজের অগ্রগতি সরজমিনে পরিদর্শন করেন বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সদস্য শহীদ পাটোয়ারী, যুগ্ম মহাসচিব শরীফ চৌধুরী, জয়নাল আবেদীন জনু, সাংস্কৃতিক পরিষদের সচিব মৃণাল সরকার, নাট্য পরিষদের সচিব এমআর ইসলাম বাবু, স্মৃতি সংরক্ষণ পরিষদের সমন্বয়কারী বদিউজ্জামান বদি। এছাড়া গত বছরের বিজয় মেলার মহাসচিব হারুন আল রশীদ ও মঞ্চ ব্যবস্থাপনা পরিষদের সচিব মানিক দাস সকাল থেকে মাঠ প্রস্তুতের কাজের তদারকি করে যাচ্ছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়