প্রকাশ : ১৭ নভেম্বর ২০২২, ০০:০০
কচুয়ায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ৭ম বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মেলার উদ্বোধন হয়। ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।
মেলার উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসানের সভাপ্রধানে ও একাডেমিক সুপারভাইজার একেএম সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্বা আব্দুল মবিন ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার প্রমুখ। মেলা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।