শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২২, ০০:০০

দেশীয় ও আন্তর্জাতিক চক্র আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামী লীগের আসন্ন সম্মেলন ও দলকে সুসংগঠিত করার লক্ষ্যে গতকাল ১৬ নভেম্বর বুধবার বেলা ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার লক্ষ্যে ও চাঁদপুর পৌর আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে আজকের এই বর্ধিত সভা। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছিলো এদেশের মানুষের অধিকার রক্ষা করার জন্যে। বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন আওয়ামী লীগ এদেশের সকল আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দানকারী। আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। সেই দলকেই আজ নেতৃত্ব দিচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের মনে রাখতে হবে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু ও পরিবারের সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগকে যে পরাশক্তি মুছে ফেলতে চেয়েছিলো, সেই দেশীয় ও আন্তর্জাতিক চক্র আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে, এদেরকে আবারো রুখতে হবে। আর এই দায়িত্ব আমরা যারা তৃণমূলের নেতা-কর্মী রয়েছি তাদের উপর।

তিনি আরো বলেন, তৃণমূল হলো দলের প্রাণ। আর এই প্রাণকে শক্তিশালী করার জন্যে চাঁদপুর পৌর আওয়ামী লীগের সম্মেলন। আমাদের এই সম্মেলনের মধ্য দিয়ে দলকে গতিশীল করার যে উদ্যোগ নেয়া হয়েছে, এই উদ্যোগে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউসুফ গাজী, সহ-সভাপতি ও পৌর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক ডাঃ জেআর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটওয়ারী এসডু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবু নাছের বাচ্চু পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির খান, সাব্বির হোসেন মন্টু দেওয়ান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ দেবাশীষ কর মধু, শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু মাঝি, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডঃ আমির উদ্দিন মন্টু, সদস্য মোহাম্মদ আলী মাঝিসহ চাঁদপুর পৌর আওয়ামী লীগের অধীনস্থ ১৫টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সদস্য রেজওয়ানুর রহমান রিজু, সাইফুদ্দিন বাবু, মোজাহের হোসেন টিপু, আলমগীর হায়দার ভূঁইয়াসহ জেলা, পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়