প্রকাশ : ১৭ নভেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ নভেম্বর বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপ্রধানে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
তিনি বলেন, আমরা সবাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি করছি। আমাদের এই দল বিশাল সাগরের মতো। দলের শীর্ষ পদে নেতৃত্ব দেয়ার মতো একটি পদে একাধিক যোগ্য ব্যক্তি রয়েছেন। কিন্তু মনে রাখতে হবে, আমরা সবাই আওয়ামী লীগ করি। দল করতে গিয়ে পদের জন্যে নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকবে বা রয়েছে, কিন্তু প্রতিহিংসার কোনো রাজনীতি এই দলে থাকতে পারবে না। আমি মনে করি, আগামী ৬ ডিসেম্বর সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের মধ্য দিয়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল হবে। এতে নতুন নেতৃত্বের সৃষ্টি হবে। দীর্ঘদিন পর সম্মেলন হওয়ার ঘোষণায় যেভাবে নেতা-কর্মীরা উজ্জীবিত হয়েছেন, এটিকে ধরে রাখতে হবে। এই উজ্জীবিত নেতা-কর্মীদেরকে আগামী নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, আমাদের একটি গর্বিত ইতিহাস রয়েছে। কারণ, আমরা রক্তের বিনিময়ে দেশ ও ভাষা পেয়েছি। আজকে আমরা সংগ্রাম করে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছি। ২০১৪ সালে বিএনপি-জামাত জোটের আগুন সন্ত্রাসীরা আবারো মাথাচারা দিয়ে উঠেছে। সম্মেলনের মধ্য দিয়ে স্বাধীনতার পরাজিত শক্তিকে বুঝিয়ে দিতে হবে চাঁদপুরের আওয়ামী লীগ রাজপথে রয়েছে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, ইঞ্জিঃ আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারীসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকগণ।
উল্লেখ্য, ২৩ বছর পর আগামী ৬ ডিসেম্বর চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে এ উপজেলা কমিটির এটিই প্রথম বর্ধিত সভা।