প্রকাশ : ১৬ নভেম্বর ২০২২, ০০:০০
শাহরাস্তিতে মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন সজীব
শাহরাস্তিতে মায়ের মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিলেন সজীব হোসেন (১৮)। সোমবার রাত ১২টায় চিতোষী পশ্চিম ইউনিয়নের উঘারিয়া মিজান মেম্বারের বাড়িতে সজীবের মা শাহনাজ বেগম (৪০) ইন্তেকাল করেন।
|আরো খবর
গতকাল মঙ্গলবার মায়ের লাশ বাড়িতে রেখে চাচাত ভাইয়ের সাথে সজীব চলে যান সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা কেন্দ্রে। সজীব হোসেন চিতোষী পশ্চিম ইউনিয়নের মিজান মেম্বার বাড়ির আজিজুর রহমানের বড় ছেলে। ২ ভাই ও ১ বোনের মধ্যে সে সবার বড়। সজীব জানায়, সে বাড়িতে পৌঁছার পর বেলা ২টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মায়ের মরদেহ দাফন করা হয়।