প্রকাশ : ১০ নভেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয় মেলা ৩০ বছর ধরে হয়ে আসছে। এবার হবে ৩১তম আয়োজন। বিজয়ের মাস ডিসেম্বরে মেলা অনুষ্ঠিত হচ্ছে। ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবসে বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে এ মেলা। সেই লক্ষ্যে মেলা আয়োজনে চাঁদপুর আউটার স্টেডিয়ামে পুরোদমে এগিয়ে চলছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ।
মুক্তিযুদ্ধের বিজয় মেলা-২০২২ আয়োজন উপলক্ষে সম্প্রতি জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে জেলা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদের সভাপ্রধানে হয়ে গেলো মেলা আয়োজক পরিষদের সাধারণ সভা। ওই সভায় একজন বীর মুক্তিযোদ্ধাকে কমিটির চেয়ারম্যান করার প্রস্তাব করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেলা কমিটির উপদেষ্টামণ্ডলীর সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের বিজয় মেলা বাঙালি জাতিসত্তা, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি সুরক্ষার আদর্শিক মঞ্চ। বিজয় মেলা বাঙালিকে ঐক্যবদ্ধ থাকার প্রেরণা জুগিয়েছে এবং মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনাকে প্রজন্ম পরম্পরায় ধারণ করে আসছে। আমাদের গর্বিত অতীতকে ধারণ করে বর্তমানকে সমৃদ্ধ করে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। এই এগিয়ে যাওয়ার শক্তি মুক্তিযুদ্ধের বিজয় মেলা।
বিজয় মেলার মহাসচিব হারুন আল রশীদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন মেলা কমিটির চেয়ারম্যান অ্যাডঃ বদিউজ্জামান কিরণ, সাবেক চেয়ারম্যান অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন, মেলা কমিটির সাবেক চেয়ারম্যান অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাবেক মহাসচিব শহীদ পাটোয়ারী, ইকবাল হোসেন পাটওয়ারী, সোহেল রুশদী, রহিম বাদশা, জাফর ইকবাল মুন্না, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ, শাহাদাত হোসেন শান্ত, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, তৌহিদুল ইসলাম চপল, শেখ মহিউদ্দিন রাসেল, মিজানুর রহমান লিটন, শাওন পাটওয়ারী ও জাহাঙ্গীর হোসেন। মেলা আয়োজক কমিটি ও বিভিন্ন উপ-কমিটির সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।