প্রকাশ : ১০ নভেম্বর ২০২২, ০০:০০
প্রতি বুধবারের মতো ৯ নভেম্বর চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান তাঁর কার্যালয়ে গণশুনানি আয়োজন করেন। জেলা প্রশাসন কর্তৃক সেবাপ্রত্যাশী জনগণের সমস্যা সমাধানের জন্যে গণশুনানি অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উক্ত গণশুনানি গ্রহণ করেন জেলা প্রশাসক কামরুল হাসান। এ সময় তিনি চাঁদপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা শ্রেণির মানুষের বিভিন্ন ধরনের সমস্যার সমাধানে উদ্যোগ নেন এবং ভুক্তভোগীদেরকে পরামর্শ প্রদান করেন। ছবিতে সেই দৃশ্য দেখা যাচ্ছে। ছবি : চাঁদপুর কণ্ঠ।