শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২, ০০:০০

মতলব উত্তরে জালনোটসহ ২ জন গ্রেফতার
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তরে জালনোটসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ষাটনল বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, ৭ নভেম্বর বিকেল সাড়ে ৫টায় এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ষাটনল বাজারে জনৈক আক্তার হোসেনের দোকানের সামনে থেকে জনসাধারণের সহযোগিতায় তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো : মোঃ ইমন প্রকাশ মহসিন প্রকাশ শোভন (৪০) (পিতা মৃত কুব্বাত আলী, স্থায়ী : গ্রাম : দক্ষিণ কেউয়ার (শিকদার বাড়ি), উপজেলা : মুন্সিগঞ্জ, জেলা : মুন্সিগঞ্জ) ও মোঃ সোহেল (৩৮) (পিতা একরাম আলী, স্বামী/স্ত্রী শিল্পি বেগম, স্থায়ী : এ/পি সাং : বেতকা, থানা : টঙ্গীবাড়ি, জেলা : মুন্সিগঞ্জ, স্থায়ী ঠিকানা : গ্রাম : ঘাসিটুলা (১০নং ওয়ার্ড), উপজেলা : সিলেট সদর (কোতয়ালী), জেলা : সিলেট)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ৮টি পাঁচশত টাকার জালনোট এবং পাঁচটি একহাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

জানা যায়, আসামী মোঃ ইমন প্রকাশ মহসিন প্রকাশ শোভন একজন পেশাদার জালনোট করাবারি। তার বিরুদ্ধে পূর্বে জালনোট সংক্রান্ত বিশেষ ক্ষমতা আইনে ৩টি মামলা চলমান। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে জাল টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। এ পেশার সাথে এলাকায় আরো কেউ জড়িত আছে কি না তা নিয়ে কাজ করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়