প্রকাশ : ০৮ নভেম্বর ২০২২, ০০:০০
কচুয়ার গোহট উত্তর ইউনিয়নের হারিচাইল গ্রামে ১৪ বছর বয়সি এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে ধর্ষক মফিজুল ইসলাম (৬৪)কে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে ভুক্তভোগীর চাচী বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মাকে পারিবারিক কলহের জের ধরে প্রায় ১০ বছর পূর্বে তালাক দেয় পিতা জামাল হোসেন। সেই থেকে ভুক্তভোগী মায়ের অবর্তমানে চাচী নাছিমার তত্ত্বাবধানে লালিত-পালিত হয়ে আসছে ওই কিশোরী। গত ৬ নভেম্বর নাছিমা ও তার চাচী শাশুড়ি রোকসানা বেগম ফজরের নামাজ পড়া শেষে বাড়ির পাশে বাগানে পাশর্^বর্তী প্রধানীয়া বাড়ির মফিজুল ইসলাম ও ভুক্তভোগী কিশোরীকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে বাড়ির ও আশপাশের অন্যান্য লোকজনদেরকে তাৎক্ষণিক খবর দিয়ে ঘটনাস্থলে নিয়ে আসে। এ সময় ধর্ষক মফিজুল ইসলাম তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে কেটে পড়ে। এ নিয়ে বিষয়টি সুরাহা করার জন্যে স্থানীয় লোকজন চেষ্টা করে ব্যর্থ হওয়ায় গতকাল ৭ নভেম্বর সোমবার কিশোরীর চাচী নাছিমা বেগম বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা করেন। মামলা নং ৪।
এ ব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম খলিল ভুক্তভোগী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা রুজু হওয়ার সত্যতা স্বীকার করে জানান, ধর্ষক মফিজুল ইসলামকে গ্রেফতার করে গতকাল সোমবারই কোর্টে সোপর্দ করার মধ্য দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।