প্রকাশ : ১৬ জুন ২০২২, ০০:০০
চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত চলতি প্রিমিয়ার ক্রিকেট লীগে সর্বোচ্চ রানের ব্যবধানে জয় পেলো জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ভাই ভাই স্পোর্টিং ক্লাব। বুধবার (১৫ জুন) অনুষ্ঠিত খেলায় চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকার ইয়ুথ ক্লাবকে ২৯২ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ভাই ভাই স্পোর্টিং ক্লাব।
চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার ৮টি দল নিয়ে চাঁদপুর স্টেডিয়ামে প্রিমিয়ার ক্রিকেট লীগের প্রথম রাউন্ডের খেলাগুলো চলছে। আজকে বৃহস্পতিবারের ম্যাচে অংশ নিবে উদয়ন ক্লাব ও চাঁদপুর ক্রিকেট কোচিং সেন্টার। আজকের ম্যাচে যে জিতবে সে দলই সেমি-ফাইনালে যাওয়ার পথে এগিয়ে থাকবে।
বুধবার অনুষ্ঠিত খেলায় প্রথমে টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভাই ভাই স্পোর্টিং ক্লাব। তারা নিধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৬৮ রান করেন। ব্যাট হাতে দলের পক্ষে ফজলে রাব্বি ১০১ বলে ১০৪ রান, বাবু ৫৭ বলে ৬৫ ও শরীফ ৩৯ বলে ৬০ রান করেন।
ভাই ভাই স্পোর্টিং ক্লাবের বেঁধে দেয়া ৩৬৮ রান তাড়া করতে গিয়ে শুরুতেই হোঁচট খেতে হয় ইয়ুথ ক্লাবকে। এ ক্লাবটি ৩৪ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৭৬ রান করেন। বল হাতে ভাই ভাই স্পোর্টিং ক্লাবের হৃদয় ২, শরীফ ২, মাসুদ ২ ও মেহেদী ২টি করে উইকেট নেন। ভাই ভাই ক্লাব ২৯২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে।
খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, ক্রিকেট উপ-কমিটির টেকনিক্যাল কমিটির সদস্য ও সাবেক ক্রিকেটার এসএম মুজিবুল হক রাসেল, ভাই ভাই স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান কমিটির সেক্রেটারি মিজানুর রহমান খান বাদলসহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও খেলা পরিচালনাকারী আম্পায়ারগণ। খেলা শেষে ম্যাচের সেঞ্চুরিয়ান ফজলে রাব্বিকে ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সভাপতি সেলিম খানের পক্ষ থেকে ফারহান খান শুভেচ্ছা উপহার তুলে দেন।