রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ মে ২০২২, ০০:০০

চাঁদপুর রোটারী ক্লাবের ২৫০০তম সাপ্তাহিক সভায় নানা আয়োজন

চাঁদপুর রোটারী ক্লাবের ২৫০০তম সাপ্তাহিক সভায় নানা আয়োজন
চাঁদপুর কণ্ঠ রিপোর্টার ॥

চাঁদপুর রোটারী ক্লাব নানা আয়োজনে ২৫০০তম নিয়মিত সাপ্তাহিক সভা উদ্‌যাপন করেছে। এ উপলক্ষে সন্ধ্যায় গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে সভা ও পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়।

গত ২৭ মে শুক্রবার চাঁদপুর শহরের কবি নজরুল সড়কস্থ চাঁদপুর রোটারী ভবনের ডাঃ নুরুর রহমান কনফারেন্স হলে আয়োজিত উপরোক্ত অনুষ্ঠানে ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যবৃন্দ অংশ নেন এবং ব্যতিক্রম আয়োজন সমূহকে প্রাণভরে উপভোগ করেন।

ফল উৎসবে ছিলো দেশীয় ফলের সমাহার। যেমন : আম, জাম, কাঁঠাল, লিচু, ঢেউয়া, কাউ, তালের শাঁস ইত্যাদি। ফল উৎসব চলাকালে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখা মনোজ্ঞ আবৃত্তি ও সংগীত পরিবেশন করে। তারপর শুরু হয় ২৫০০তম নিয়মিত সাপ্তাহিক সভা এবং স্মৃতিচারণ।

চাঁদপুর রোটারী ক্লাবের ৫১তম বছরের প্রেসিডেন্ট রোটারিয়ান শাহেদুল হক মোর্শেদের সভাপ্রধানে স্মৃতিচারণ করেন চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক রোটাঃ আলহাজ¦ অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, ক্লাব ট্রেইনার রোটাঃ কাজী শাহাদাত, অ্যাসিস্টেন্ট গভর্নর রোটাঃ অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, সাবেক সভাপতি রোটাঃ তমাল কুমার ঘোষ, রোটাঃ অধ্যাপক মোঃ জাকির হোসেন, রোটাঃ ডাঃ এমজি ফারুক ভূঁইয়া, রোটাঃ নাসিরউদ্দিন খান, প্রেসিডেন্ট নমিনি রোটাঃ অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, সেক্রেটারী ইলেক্ট রোটাঃ ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া প্রমুখ। উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারী রোটাঃ অ্যাডঃ পলাশ মজুমদার, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, সাবেক সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদারসহ ক্লাবের সদস্যবৃন্দ। সবশেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে রোটাঃ গোপাল চন্দ্র সাহার স্ত্রী প্রীতি সাহা প্রথম পুরস্কার হিসেবে ডায়মন্ডের নাকফুল পেয়েছেন। অংশগ্রহণকারী সকলকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়