রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:৩৮

এইদিনে

অনলাইন ডেস্ক
এইদিনে

১৯৯৯ সালের এই দিনে চাঁদপুরের আওয়ামী লীগ নেতা কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান অ্যাডঃ আব্দুল আউয়াল মারা যান।

২০০০ সালের এই দিনে ক্ষতিকারক নিম্নমানের প্যারাসিটামল ড্রাগ রাখার দায়ে আদালতের স্পেশাল জজ রোকেয়া বেগম গংয়ের বিরুদ্ধে জরিমানার রায় প্রদান করেন। একই দিনে বাংলাদেশ পুলিশের আইজি এওয়াইবিআই সিদ্দিকী একদিনের সফরে চাঁদপুর আসেন।

২০০৯ সালের এই দিনে মতলব উত্তরের দশানি লঞ্চঘাটের পশ্চিম পাশে মেঘনা নদীতে মাটি ভর্তি কার্গো অন্য একটি কার্গোর ধাক্কায় ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ২৫ জন শ্রমিক নিহত হয়।

২০১০ সালের এই দিনে কচুয়ার কান্দিরপাড় গ্রামে শিরিন আক্তার (২১) নামে এক গৃহবধূকে হত্যার দায়ে পুলিশ স্বামী ও শাশুড়িকে আটক করে।

২০১২ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধা মোহনবাঁশি স্মৃতি সংসদের ‘চিরঞ্জীব ৭১’ নামে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্র প্রদর্শনীর ফিতা কেটে উদ্বোধন করেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লেঃ কর্নেল (অবঃ) আবু ওসমান চৌধুরী।

২০১৬ সালের এই দিনে মতলব দক্ষিণের বহরী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী মরিয়ম আক্তার (১৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

২০১৮ সালের এইদিনে চাঁদপুর বিতর্ক একাডেমি (সিডিএ)-এর ক্লাস উদ্বোধন করেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক অ্যাডঃ ইকবাল-বিন-বাশার।

২০২০ সালের এইদিনে শাহরাস্তির সেতি নারায়ণপুর গ্রামে ঘাতক আকবর আলী তার পিতা চেরাগ আলী (৭৫)কে কুপিয়ে হত্যা করে। একই দিনে হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার ৯ম শ্রেণীর ছাত্র মারুফ হোসেন রিয়াদ (১৬)-এর গলাকাটা লাশ বিদ্যালয় সংলগ্ন দোকান থেকে উদ্ধার করে পুলিশ।

২০২১ সালের এইদিনে চাঁদপুর সদরের রামপুর ইউনিয়নে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) প্রতিষ্ঠায় স্থান পরিদর্শন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মৃণাল কান্তি সেন।

২০২৩ সালের এইদিনে ফরিদগঞ্জে প্রশাসনের নির্দেশ অমান্য করায় বালিথুবা এলাকায় মা-রহমত ব্রিক ফিল্ডে ভ্রাম্যমাণ আদালত পানি ঢেলে আগুন নিবিয়ে দেয়।

২০২৪ সালের এইদেন চাঁদপুর লঞ্চঘাটে এমভি বোগদাদিয়া-৭ লঞ্চের কেবিন থেকে মো. জয়নাল নামে দর্জি দোকান কর্মচারীর মহদেহ উদ্ধার করে নৌথানা পুলিশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়