প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১২:১৪
মন চায়
মন চায় মহসিন আলম মুহিন
মন চায় ডানা মেলে পাখি হয়ে উড়তেÑ
মন চায় সাথীকে নিয়ে মনের মতো ঘুরতে।
মন চায় ছুটে চলি মনের যত কথা তারে বলিÑ
মন চায় দুঃখ ভুলে নতুন পথে-নতুন পথ চলি।
মন চায় খোলা আকাশে, চলি দুজনে ভেসেÑ
মন চায় চাপা কান্না লুকিয়ে, চলি মুচকি হেসে হেসে।
মন চায় হেথা চলে যাই-যেথা নাই ঝগড়া কোলাহলÑ
মন চায় ঘুরি সবুজ পাহাড়ে-যেথা আছে হিমাচল।
মন চায় পাতার নীড়ে বাঁধি দুজনে, সুখের ঘরÑ
মন চায় বেড়াই দুজনে-যেথায় নতুন বালুর চর।
মন চায় জীবনটা উঠুক ভরে সুখ আর শান্তিতেÑ
মন চায় কখনও আশা না থামুক-সীমাহীন ভ্রান্তিতে।
মন চায় দুজনে বৃষ্টিতে ভিজি জুড়াই দুটি মন প্রাণÑ
মন চায় জনম জনমের সাথী হয়ে-গাই মিলনের গান।