শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ মার্চ ২০২২, ০০:০০

আবাহনীকে ৬ উইকেটে হারিয়ে সেমি-ফাইনালে ভাই ভাই স্পোর্টিং ক্লাব
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের ৬ষ্ঠ ম্যাচে জয়লাভ করেছে ভাই ভাই স্পোর্টিং ক্লাব। আর এই ম্যাচে লীগের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী আবাহনী ক্রীড়া চক্রকে ৬ উইকেটে হারিয়ে সেমি-ফাইনালে উঠলো ভাই ভাই স্পোর্টিং ক্লাব। লীগের পৃষ্ঠপোষকতায় রয়েছেন স্থানীয় সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। দুবছর পর শুরু হওয়া এ লীগে অংশ নিয়েছে জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ৮টি ক্লাব।

সোমবারের ম্যাচে প্রথমে ব্যাট করে আবাহনী ক্রীড়া চক্র। তারা ৪৭ ওভার ২ বলে সবক’টি উইকেট হারিয়ে ১৭৯ রান করেন। দলের পক্ষে ব্যাট হাতে আরিফ ৪৫ ও ইউনুছ ৩৪ রান করেন। বল হাতে ভাই ভাই স্পোর্টিং ক্লাবের তন্ময় ৩৮ রানে ৪টি ও বাবু ১৭ রানে ৩টি উইকেট নেন।

ভাই ভাই স্পোর্টিং ক্লাব ১৮০ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ৩৬ ওভার ১ বলে ৪ উইকেট হারিয়ে ১৮৩ রান করেন। দলের পক্ষে ব্যাট হাতে এস বাবু ৫৬ রান করেন। বল হাতে আবাহনীর কবির ২৬ রানে ২টি উইকেট নেন। ভাই ভাই স্পোর্টিং ক্লাব লীগের প্রথম রাউন্ডের ৩ ম্যাচের মধ্যে প্রথমটিতে নিতাইগঞ্জ ক্রীড়া চক্র ও ২য়টিতে আবাহনী ক্রীড়া চক্রের সাথে জয়লাভ করার কারণে গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়