শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ জুলাই ২০২১, ০০:০০

শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে
অনলাইন ডেস্ক

মোঃ আল-মামুন সরকার ঢাকা ১০/বি ওয়াসা রোডের বাসিন্দা। তিনি বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় শাখার তিন বারের সভাপতি ছিলেন। এছাড়াও তিনি সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। বর্তমানে প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। সম্প্রতি তিনি চাঁদপুর কণ্ঠের সাক্ষাৎকার পর্বের মুখোমুখি হন। সাক্ষাৎকার নিয়েছেন জাহাঙ্গীর আলম হৃদয়।

চাঁদপুর কণ্ঠ : প্রবাসে কতোদিন আছেন, কী করছেন, কেমন কাটছে সময়?

মোঃ আল মামুন সরকার : আমি ১৯৮০ সালের শেষের দিকে সংযুক্ত আরব-আমিরাতের দুবাই যাই। আর চাকরি শেষ হয় ২০১৭ সালে। আর ২০১৮ সালের প্রথমদিকে আমি দেশে আসি। দুবাইতে আমি সরকারি চাকুরি করতাম। অত্যন্ত আনন্দঘন পরিবেশে খুবই ভালো সময় কাটিয়ে ছিলাম। যেহেতু দুদিন সরকারি ছুটি ছিলো, প্রচুর সময় ছিল হাতে। তাই রাজনৈতিক, সামাজিক, পারিবারিক কাজে যথেষ্ট সময় দেয়া যেতো।

চাঁদপুর কণ্ঠ : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আপনার অনুভূতি কেমন?

মোঃ আল মামুন সরকার : আমি মুক্তিযোদ্ধা হিসেবে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হিসেবে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের সাক্ষী হয়ে পালন করতে পেরে অত্যন্ত গর্বিত, আনন্দিত। সেটির অনুভূতি ভাষায় প্রকাশ করার নয়। সবচেয়ে বড় বিষয়, একজন প্রবাসী রাজনৈতিক নেতা হিসেবে সেই দিবসটিকে দেশে পালন করতে পেরেছি, যখন দেশ, জাতি, জনগণের, ব্যাপক উন্নয়নের ছোঁয়া লেগেছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। আমাদের চিন্তা-চেতনায় অনুভূতিতে যেভাবে দেশকে দেখতে চেয়েছিলাম সেই সঠিক পথেই চলছে দেশ। সেই জায়গাতে আমি নিজেকে ধন্য মনে করি।

চাঁদপুর কণ্ঠ : আপনার দৃষ্টিতে স্বদেশের উন্নতি-অগ্রগতি কতোটুকু হয়েছে?

মোঃ আল মামুন সরকার : আমার দৃষ্টিতে দেশের উন্নয়নের লক্ষ্যমাত্রার একটি মহাসড়কে আমরা আছি। আমাদেরকে আরো অনেক দূর এগোতে হবে, অনেক দূর যেতে হবে। যদিও উন্নয়নের সব সূচকে উন্নত রাষ্ট্রের পর্যায়ে পৌঁছার জন্য ভিশন-২০৪১-এর আগেই আমরা পৌঁছতে পারবো বলে আমি আশাবাদী, তবে সরকার যদি প্রত্যাগত প্রবাসীদের আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা কাজে লাগান, মূল্যায়ন করেন। বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার, অবদান যাদের সবচেয়ে বেশি, তারা হচ্ছেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। রেমিটেন্স যোদ্ধাদের মেধা, আন্তর্জাতিক মানের দক্ষতা-অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে সেইদিন আর বেশি দূরে নয়, আমরা অবশ্যই উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পরবো ইনশাআল্লাহ। আমাদের উন্নতি-অগ্রগতির সবচেয়ে বড় বাধার জায়গাগুলো কঠিন-কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। সুশাসন প্রতিষ্ঠা করা, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, অব্যবস্থাপনা সমূলে নির্মূল করতে হবে। কর্মসংস্থানের ব্যবস্থা, সুশিক্ষা, সর্বজনীন শিক্ষা, স্বাস্থ্য খাতে মানুষের সেবা নিশ্চিত করার উন্নত ও বিশ্ব মানের স্বাস্থ্যসেবা বজায়ে আরো শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

চাঁদপুর কণ্ঠ : দেশকে নিয়ে আপনার কোনো কষ্ট-বেদনা-অতৃপ্তি আছে কি?

মোঃ আল মামুন সরকার : পরিশেষে সরকার, দেশ, জাতি ও প্রবাসী র‌্যামিটেন্স যোদ্ধাদের নিকট আমার এই আহ্বান থাকবে, আসুন আমরা সকলে মিলেমিশে উন্নত বাংলাদেশ গড়ার দৃপ্ত শপথে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, সন্ত্রাস চাঁদাবাজমুক্ত, দুর্নীতিবাজমুক্ত উন্নত বাংলাদেশ গড়ে তুলতে নিষ্ঠার সাথে কাজ করি। আমাদের মেধা দক্ষতা কাজে লাগায়ে আসুন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আত্মনিয়োগ করি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।

চাঁদপুর কণ্ঠ : সকলের উদ্দেশ্যে আপনার পছন্দের কিছু কথা বলুন।

মোঃ আল মামুন সরকার : আসুন দেশের উন্নতি অগ্রগতির জন্য আন্তরিকভাবে কাজ করি। বাংলাদেশকে ভালোবাসি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়