শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

বিক্রি হওয়া সন্তান মায়ের কোলে তুলে দিলো মতলব উত্তর উপজেলা প্রশাসন
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলায় কথিত বিক্রি হয়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করে তার প্রকৃত মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে রাত অবধি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্যাহ ও স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার কার্যক্রম সার্বিকভাবে তত্ত্বাবধান করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

মতলব উত্তর উপজেলা প্রশাসনের তৎপরতায় এ উপজেলার ষাটনল ইউনিয়নের জনৈক শীমলা আক্তারের নিকট থেকে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পারস্পরিক সিদ্ধান্তের মাধ্যমে সরল বিশ^াসে উক্ত ঘটনাটি ঘটিয়েছে। বর্তমানে তারা উভয়পক্ষ আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মুচলেকা প্রদানের মাধ্যমে শিশুটিকে তার প্রকৃত মায়ের কাছে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেছে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), মতলব উত্তর থানা পুলিশের সদস্যগণ ও স্থানীয় জনসাধারণ। উপজেলা নির্বাহী অফিসার শরিফুল হাসান তার ব্যক্তিগত পক্ষ থেকে উক্ত শিশুর মায়ের কাছে নগদ ৫ হাজার টাকা তুলে দেন। শিশু উদ্ধারের ক্ষেত্রে জনসাধারণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা পাওয়া যায়।

সিজারিয়ান অপারেশনের পর হাসপাতালের বিল পরিশোধ করতে না পেরে জন্ম নেয়া নবজাতককে বিক্রি করে দেয়ার ঘটনা ঘটেছে। এমন খবর পাওয়ার পর উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের হাতে তুলে দেয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়