সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০২ নভেম্বর ২০২১, ০০:০০

আমার লক্ষ্য একজন ভালো ব্যাটস্ম্যান হওয়া

-------------ইয়াসিন পাটোয়ারী

আমার লক্ষ্য একজন ভালো ব্যাটস্ম্যান হওয়া
অনলাইন ডেস্ক

চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমিতে অনুশীলন করতে আসছেন বেশিদিন হয়নি। তবে ক্রিকেটের প্রতি তার রয়েছে ব্যাপক আগ্রহ। একজন ভালো ব্যাটসম্যান হওয়ার মূল লক্ষ্যই হচ্ছে তার এখন স্বপ্ন।

কথাগুলো বলেছে ক্লেমন একাডেমির খুদে ক্রিকেটার ইয়াসিন পাটোয়ারী। তার বাবার নাম আবুল কালাম পাটোয়ারী ও মায়ের নাম খাদিজা বেগম। তারা ৪ ভাই এক বোন। সে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছে চাঁদপুর সদরের চান্দ্রা বাজার নুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায়। সে ডান হাতে ব্যাটিং করে এবং পেস বোলিংয়ের সাথে যুক্ত রয়েছে।

এ প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি জানান, তার জেঠাতো ভাইয়ের মাধ্যমে তিনি একাডেমিতে এসে ভর্তি হন। তবে একাডেমিতে ভর্তি হওয়ার পর তার অনেক কিছু ভালো লাগছে। এখানে যে বেসিক কাজটি করে থাকে একাডেমির পক্ষ হয়ে সেটা তার ক্রিকেটের জন্য অনেক উপকারে আসবে বলে সে জানায়। এখানকার কোচিংয়ের সাথে যারা জড়িত আছেন, প্রত্যেকেই খেলোয়াড়দেরকে খেলা শেখানোর ব্যাপারে অনেক কিছু পরামর্শ দিয়ে যাচ্ছেন। দেশে তার প্রিয় খেলোয়াড় মাহমুদুল্লাহ এবং বিদেশি খেলোয়াড়দের পছন্দের তালিকায় রয়েছেন ভারতের বিরাট কোহলি। সে নিয়মিত অনুশীলনে বাড়ি থেকে সিএনজি অটোরিকশা যোগে একাডেমিতে চলে আসে। সে যেন নিয়মিত ক্রিকেটের সাথে জড়িত থাকতে পারে এ জন্য সকলের দোয়া চেয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়