রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১০ অক্টোবর ২০২১, ১০:৪৭

শরতের প্রকৃত সৌন্দর্য ফুটে উঠেছে সংগীত নিকেতনের শারদার্ঘ্য আয়োজনে : চাঁদপুর সদর ইউএনও সানজিদা শাহনাজ

বিমল চৌধুরী
শরতের প্রকৃত সৌন্দর্য ফুটে উঠেছে সংগীত নিকেতনের শারদার্ঘ্য আয়োজনে : চাঁদপুর সদর ইউএনও সানজিদা শাহনাজ

শুদ্ধ সংস্কৃতি চর্চার ধারক ও বাহক ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন চাঁদপুর সংগীত নিকেতনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শারদার্ঘ্য অনুষ্ঠান। গতকাল ৯ অক্টোবর শনিবার শরৎ সন্ধ্যায় চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডস্থ সংগীত নিকেতনের নিজস্ব ভবন চন্দ্রকান্ত সাহা মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।

তিনি শরৎ সন্ধ্যায় এমন সুন্দর আয়োজনের জন্য সংগীত নিকেতনের অধ্যক্ষসহ সকল শিল্পী কলা-কুশলীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আজকের সান্ধ্যকালীন এ অনুষ্ঠানে শরতের প্রকৃত সৌন্দর্য ফুটে উঠেছে। কাশ ফুলের উপস্থিতি গ্রাম বাংলার প্রতিচ্ছবির কথা স্মরণ করিয়ে দেয়। তিনি নিজের স্কুল জীবনের কথা তুলে ধরে বলেন, আমি পরীক্ষায় সব সময় শরৎ ঋতুকে নিয়েই বাংলা রচনা লিখেছি। আর লিখতে গিয়ে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে আমি হৃদয় দিয়ে অনুভব করেছি। আমার লিখিত রচনায় আমাকে শিক্ষক ফুল মার্ক দিয়েছিলেন। বাংলা লেখনিতে ফুল মার্ক পাওয়া খুবই কষ্টকর। তিনি তার লিখিত রচনার এক পংক্তি উল্লেখ করে বলেন, আমি বাংলার সৌন্দর্য এতোটাই অনুভব করেছি যে, তাতে আমি লিখেছি, তোমার যেখানে সাধ সেখানে যাও চলে, আমি রয়ে যাব এ বাংলার বুকে।

তিনি বলেন, সংগীত নিকেতন শুদ্ধ সংস্কৃতি চর্চা করে তা বক্তাগণ বলে গেছেন। আর আমিও আজকের অনুষ্ঠানের মাধ্যমে তা বুঝতে পেরেছি। আমার খুব ভালো লেগেছে। আপনারা আপনাদের কার্যক্রম অব্যাহত রাখবেন। বিশেষ করে ডিসি স্যার যেখানে এই প্রতিষ্ঠানের সভাপতি, সেখানে আমাদের উপস্থিতি অবশ্যই থাকবে। আপনারা ইতিপূর্বে বুঝেতে পেরেছেন ডিসি স্যার খুব ভালো মনের একজন মানুষ। সকল ভালো কাজে স্যারের সহযোগিতা থাকবে। তিনি সংগীত নিকেতনের সফলতা কামনা করেন।

সংগীত নিকেতনের অধ্যক্ষ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বপন সেনগুপ্তের সভাপ্রধানে ও সংগীত নিকেতনের প্রশিক্ষক বিমল দের পরিচালনায় অতিথিদের মাঝে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও ছড়াকার ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, চাঁদপুর রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি ফারুক আহম্মদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব হাসান খান, শিল্প চূড়ার সভাপতি মাহবুবুর রহমান সেলিম প্রমুখ।

কবিতা আবৃত্তি করেন রফিকুজ্জামান রনি, শিশু শিল্পী বৃন্দা। শরৎ সন্ধ্যায় সংগীত নিকেতনের প্রশিক্ষক রিয়া চক্রবর্তী, ছাত্রী পূজা পাল, নবনিতা রায় চৌধুরী, কাব্যকণিকা ঘোষ, গীতিদোলা ঘোষ, পূরবী দে, অর্পিতা ঘোষ, ঐশী দাস, রিচি, প্রাচী, তনয়, দীপা, নবনিতা সেন, শাশ্বতী বিশ্বাসদের পরিবেশিত মনোজ্ঞ সংগীতে সকলে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাদের পরিবেশনায় ফুটে উঠে শরতের আবেগময় প্রতিচ্ছবি।

অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, সংগীত নিকেতনের প্রশিক্ষক অমল সেনগুপ্ত, বাবুল চক্রবর্তী, শান্তি রক্ষিত, দীপক চক্রবর্তী, বীণা মজুমদার, আভা রায়সহ সংগীত নিকেতনের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সুধীজনের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়। পুরো অনুষ্ঠান জুড়েই ছিলো প্রাণের স্পন্দন। শারদীয় উৎসবের অনেকটা মিল খুঁজে পাওয়া যায় অনুষ্ঠিত শারদার্ঘ্য আনুষ্ঠানে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়